CAA বিরোধী মিছিলে প্রকাশ্যে গুলি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে
নজরবান্দি ব্যুরোঃ জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে পড়ুয়াদের মিছিলে চলল গুলি। জখম এক ছাত্র। দিনে-দুপুরে দিল্লি পুলিশের সামনে পড়ুয়াদের উপর গুলি চলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, গুলি চালানোর সময় 'ইয়ে লো আজাদি' (এই নে স্বাধীনতা) বলে চিত্কাছর করে অভিযুক্ত। পুলিশ সুত্রে খবর অভিযুক্ত বন্দুকবাজ কে গ্রেফতার করা হয়েছে। এবং জখম পড়ুয়াকে হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর হাতে গুলি লেগেছে। সেখানেই চিকিত্সাা চলছে তাঁর।
এর আগেও ১৫ ডিসেম্বর সিএএ-বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। তখনও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অতি সক্রিয়তার। এর পরে ফের একই ঘটনা। সিএএ বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছিল বন্দুকবাজ মিছিল থামাতেই চালায় এলোপাথাড়ি গুলি বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। দেখুন ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/ANI/status/1222798700113735681
https://twitter.com/ANI/status/1222798700113735681

No comments