Header Ads

আসছে শিক্ষক নিয়োগে বড়সড় বদল, জেনে নিন

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনত বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ নিয়ে বদলের কথা বলা হয়েছিল। এবার সেই বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে খোলসা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সরকার স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চলতি ইন্টারভিউকে বদলে দিতে চাইছে।
 সেই সঙ্গে রাজ্যের সব জেলায় প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে কতগুলি শূন্যপদ রয়েছে তার তালিকা প্রস্তুত করছে সরকার। কমিশনারকে সেই তালিকা তৈরির জন্য শিক্ষামন্ত্রী নির্দেশ দেন বলে সূত্রের খবর। আর আগেই রাজ্যের শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছিল যে এখন থেকে শিক্ষকরা নিজেদের জেলাতেই পোস্টিং নিতে পারবেন। আর প্রত্যেকটি জেলায় স্কুলগুলিতে শিক্ষকদের শূন্যপদের তালিকা হাতে এলে নতুন নিয়োগের সময় নিজেদের জেলাতেই শিক্ষকদের নিয়োগ হবে।
এছাড়া এতদিন ধরে স্কুলগুলিতে চুক্তির ভিত্তিতে কম্পিউটার শিক্ষক নিয়োগ হত। এবার কম্পিউটার শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রেও বদল আনছে রাজ্য সরকার। কাউন্সিলিংয়ের থেকে লিখিত পরীক্ষার উপরেই জোর দেওয়া হবে বলে সূত্রের খবর। নয়া নিয়ম কার্যকর হলে শিক্ষা দপ্তরের টেট বা এসএলএসটি বিজ্ঞপ্তি জারি করবে। এই নয়া নিয়ম কার্যকর হলে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আসার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াও দ্রুত হবে বলে আশাবাদী শিক্ষা দপ্তর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.