মহাত্মা গান্ধীর প্রয়াণ বার্ষিকীতে রাজ্যপালের ক্ষোভের মুখে কমিশনার মনোজ বর্মা
নজরবান্দি ব্যুরোঃ মহাত্মা গান্ধীর ৭২তম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরের গান্ধী ঘাটে সস্ত্রীক উপস্থিত ছিলেন রাজ্যপাল। আর সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদ্বীপ ধনখড়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাছাড়াও ছিলেন একাধিক শীর্ষ আমলা ও পুলিশ কর্তারা। ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মাও। আর সেখানেই সকলের সামনে হঠাৎ করে মনোজ বর্মার উপরে ক্ষুব্ধ হয়ে গেলেন রাজ্যপাল। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানানোর পর গাড়িতে ওঠার সময়ে হঠাৎ দারিয়ে পরেন এবং মানোজ বর্মাকে ভৎর্সনা করেন। তিনি বলেন, শহিদ দিবসের দিন আপনি কি করে সামনের সারিতে বসে খবরের কাগজ পছেন? এই রকম জায়গায় এই প্রকার আচরণ আশা করা যায়না। এই রকম গাফিলতি মেনে নেওয়া যায়না। এই রাজ্যে আইন মানা হয়না। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যপালের এই রুপ আচরণকে পুর্ব পরিকল্পিত ঘটনা বলেছেন।

No comments