চোখে সমস্যা থাকায় ঘরে বসেই দলীয় কাজ সামলাবেন অভিষেক
নজরবন্দি ব্যুরোঃ শারীরিক অসুস্থতার জন্য এখন আর রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে না যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার নেতাজি ইন্ডোরে ছাত্র-যুব-র কর্মশালার আয়োজন করেছিল তৃণমূল। এই অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকলেও দেখা যায়নি অভিষেককে।
কিন্তু কেন তাঁকে আর দেখা যাচ্ছে না দলের কোন অনুষ্ঠানে। যা নিয়ে তৃণমূল যুব কর্মীদের মনে একাধিক প্রশ্ন দানা বেঁধেছিল। এবার সে বিষয়েই স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোখের সমস্যার জন্যই প্রকাশ্যে আর দেখা যাচ্ছে না তাঁকে। আপতত বাড়িতে বসেই দলের কাজ সামলাবেন অভিষেক। ভাইপোর চোখের অবস্থা ভালো নেই বলেও জানিয়েছেন মমতা। এই নিয়ে ষষ্ঠবার অভিষেকের চোখে অস্ত্রপচার হল। আর তাই বারিতেই রয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬তে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের উপর একটি পথ দুর্ঘটনায় চোট পান অভিষেক। চোখে মারাত্মক আঘাত লাগে। সেই আঘাতের পর একাধিকবার অস্ত্রপচার হলেও চোখ এখনও সায় দিচ্ছে না। তাই বাড়ি থেকে এখনও বাইরে বেরোচ্ছেন না অভিষেক। কিন্তু সামনেই পুরভোট। তার মাঝে দলের কাজ দেখতে সরাসরি এলাকায় যেতে পারছেন না অভিষেক। যা নিয়ে কিছুটা হলেও বিব্রত রয়েছেন তিনি।
কিন্তু কেন তাঁকে আর দেখা যাচ্ছে না দলের কোন অনুষ্ঠানে। যা নিয়ে তৃণমূল যুব কর্মীদের মনে একাধিক প্রশ্ন দানা বেঁধেছিল। এবার সে বিষয়েই স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোখের সমস্যার জন্যই প্রকাশ্যে আর দেখা যাচ্ছে না তাঁকে। আপতত বাড়িতে বসেই দলের কাজ সামলাবেন অভিষেক। ভাইপোর চোখের অবস্থা ভালো নেই বলেও জানিয়েছেন মমতা। এই নিয়ে ষষ্ঠবার অভিষেকের চোখে অস্ত্রপচার হল। আর তাই বারিতেই রয়েছেন তিনি।

No comments