Header Ads

আমিরের অনুরোধ রাখলেন অক্ষয়

নজরবন্দি ব্যুরো : বলিউডে এক বন্ধুর কথায় আরেক বন্ধু পিছিয়ে দিলেন তাঁর ছবি মুক্তির দিন। ভাবা যায় ? বলা হয় ইন্ডাট্রিতে কেউ কাউর বন্ধু নয় কিন্তু এই কথাটিকে ভুল প্রমাণিত করে দিলেন সুপারস্টার অক্ষয়কুমার। অক্ষয়কুমার আমির খানের জন্য তাঁর ছবি মুক্তির দিন পিছিয়ে দিলেন। গত কয়েক বছর ধরে অক্ষয়কুমার তাঁর প্রতিটি ছবিই হিট এবং তাঁর ছবির বাজার ও খুব ভালো।
 অন্যদিকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অমির খান তাঁর আগের 'ঠগস অব হিন্দোস্তান ' এর ফ্লপ এর পর মিস্টার পারফেকশনিস্ট খুব চাপে আছেন। সোমবার তিনি যা কান্ড ঘটালেন তা থেকে তো তাই মনে হয়। আসল ঘটনা হল, আগামী ২৫ শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অক্ষয়কুমারের 'বচ্চন পাণ্ডে' আর একই সাথে ওই দিন মুক্তি পেতে চলেছে আমির খানের 'বচ্চন পাণ্ডে' .দুটি ছবি এক দিনে মুক্তি পেলে ছবি দুটিরই ক্ষতি হবে।
 এই কথা মাথায় রেখে আমির খান টুইট করে অক্ষয়কুমার ও তাঁর ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে অনুরোধ করেন,তাদের ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়ার জন্য। বন্দুর কথা ভেবে অক্ষয় ও তাঁর ছবি মুক্তির ডেট পিছিয়ে দেন। অক্ষয়ের ছবি 'বচ্চন পাণ্ডে' মুক্তি পাবে আগামী ২০২১ সালের ২২ শে জানুয়ারি। তবে অক্ষয় টুইট করে আমির কে লিখেছেন ,'তোমার জন্য যে কোন দিন থাকতে পারি আমির। কারণ আমরা তো বন্ধু '।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.