সাতসকালে কলকাতার ফুটপাথ থেকে শিশু চুরির অভিযোগ
নজরবন্দি ব্যুরোঃ মহানগরীর বুকে এখনও সক্রিয় শিশু পাচার চক্র। সাত সকালে ফুটপাথ থেকে ১১ মাসের ঘুমন্ত শিশুকে চুরির অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গিরিশ পার্ক থানার বিবেকানন্দ রোড এলাকায়। ঘটনায় থানার দ্বারস্থ হয়েছেন নিখোঁজ শিশুর পরিবারের লোকজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিশুটির বাবা মা কলকাতায় শ্রমিক ও পরিচারিকার কাজ করেন। তাঁদের অবস্থা দিন আনি দিন খাই। আর বাসস্থান বলতে অধিকাংশ সময়ই ফুটপাথ ভরসা। এরমাঝে ঘটনার দিন শিশুকে দুধ খাইয়ে ফুটপাথের উপরেই ঘুম পাড়িয়েছিলেন মা। তারপর একটা কাজ সেরে এসে দেখেন ঘুমন্ত শিশু উধাও। অনেক খোঁজ করেও কোন হদিশ মেলেনি।
নিখোঁজ শিশুর পরিবারের লোকজনদের দাবি সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে শিশুটিকে নিয়ে চলে যেতে দেখা যায়। এলাকার এক যুবক বাপির উপর সন্দেহ হয় তাঁদের। এরপরই গিরিশপার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত শিশুটির কোন খোঁজ না মেলায় উৎকণ্ঠায় প্রহর গুনছেন পরিবারের লোকজন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিশুটির বাবা মা কলকাতায় শ্রমিক ও পরিচারিকার কাজ করেন। তাঁদের অবস্থা দিন আনি দিন খাই। আর বাসস্থান বলতে অধিকাংশ সময়ই ফুটপাথ ভরসা। এরমাঝে ঘটনার দিন শিশুকে দুধ খাইয়ে ফুটপাথের উপরেই ঘুম পাড়িয়েছিলেন মা। তারপর একটা কাজ সেরে এসে দেখেন ঘুমন্ত শিশু উধাও। অনেক খোঁজ করেও কোন হদিশ মেলেনি।

No comments