Header Ads

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে থাকছেন মমতা-ধনখড়, বন্দোবস্ত কড়া নিরাপত্তার

নজরবন্দি ব্যুরোঃ আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল জাগদ্বীপ ধনখড়। নজরুল মঞ্চে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে এক সাথে দেখাগেছিল মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল-কে।
ঠিক তাঁর দুদিন পর মঙ্গলবার আবারও একমঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আচার্যের উপস্থিতি নিয়ে চরম অশান্তির সৃষ্টি হয়েছিল। আচার্যের উপস্থিতি নিয়ে আজও অশান্তির আশঙ্কা করা হচ্ছে। কারণ, সমাবর্তন অনুষ্ঠান নিয়েই আগেই তৃণমূলের কর্মচারী সংগঠনের মত বিরোধ দেখা যাচ্ছিল। তাই, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে ঢাকুরিয়ায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.