Header Ads

কলকাতা বই মেলার সাহিত্য উৎসবের উদ্বোধন করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়

নজরবন্দি ব্যুরো : ৪৪ তম বইমেলায় অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার সাহিত্য উৎসব। এই সাহিত্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের উদ্যোগে। বেশ কয়েক বছর ধরেই এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে দেখতে দেখতে এই সাহিত্য উৎসব সপ্তম বর্ষে পদার্পন করলো।সোমবার বইমেলার মাঠে সাংবাদিক বৈঠকে কর্মকর্তারা জানান , এইবার এই সাহিত্য উৎসব উদ্বোধন করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়।গত বছর এই অনুষ্ঠানটি উদ্বোবধন করেছিলেন আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখ্যোপাধ্যায়।
৬ই ফেব্রুয়ারি থেকে ৮ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সাহিত্য উৎসব। আন্তর্জাতিক কলকাতা বইমেলার স্টেট ব্যাংক অডিটোরিয়ামে তিন ধরে চলে এই সাহিত্য উৎসব। অন্য বছরের মত এই বছরেও যোগ দেবেন বহু সম্মানীয় অতিথি। এছাড়া এই সাহিত্য উৎসবে রয়েছে বহু সাহিত্য বিষয়ক অনুষ্ঠান। এই উৎসবে প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেনের স্মরণে তাঁর মেয়ে নন্দনা দেবসেন বক্তৃতা দেবেন। বাংলাদেশ,অস্ট্রেলিয়া আরো নান দেশের সাহিত্যিকরা যোগ দেবেন এই সাহিত্য উৎসবে। এর পাশাপাশি রয়েছে সংগীত অনুষ্ঠান। মঞ্চে দেখা মিলবে দেবজ্যোতি মিশ্র,ঊষা উত্থুপ প্রমুখদের। মেলার সময়সীমা দুপুর ১২ টা থেকে রাট ৮ টা পর্যন্ত। সল্টলেকের সেন্ট্রাল পার্ক এ অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। বইমেলার এই অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকেন বাংলার সাহিত্য প্রেমীরা। বইমেলার এই সাহিত্য উৎসবে বাংলার সাহিত্যের সঙ্গে আন্তর্জাতিক সাহিত্যের পারস্পরিক আদানপ্রদান নিয়েও আলোচনা হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.