অসম সরকারের পর দিল্লীর পুলিশ মামলা করল শাহিনবাগের প্রধান মুখ সারজিল ইমাম-এর বিরুদ্ধে
নজরবন্দি ব্যুরোঃ শাহিনবাগ আন্দোলনের প্রধান মুখ সারজিল ইমাম-এর বিরুদ্ধে মামলা করল দিল্লী পুলিশ। সারজিলের বিরুদ্ধে অভিযোগ , তিনি শাহিনবাগ থেকে বিচ্ছিন্নতাবাদী ও সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। এর আগেও অসম সরকারের তরফে মামলা করা হয়েছিল তাঁর বিরুদ্ধে ।
এই মামলার জেরেই এবার তাঁর বিহারের পৈতৃক বাড়িতে হানা দিল পুলিশ। বিহারের জেহনাবাদের পুলিশ সুত্রে খবর, রবিবার রাতে সারজিলের বাড়িতে যায় পুলিশ, কিন্তু সে বাড়িতে না থাকায় তাঁর পরিবারের সদস্যদের এবং গাড়ি চালককে নিয়ে আসা হয় থানায়। এবং তাঁদের জেরা করে পুলিশ।
সারজিলের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পরেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। সেই ভিডিও তে তাঁকে বলতে শোনা গেছে, অসমে মুসলিম ও বাঙালিদের হত্যা করা হচ্ছে, কয়েক মাসের মধ্যে সমস্ত বাংলাভাষীকেও মেরে ফেলবে তাঁরা, তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। তাই অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করা উচিত।
শাহিনবাদের আন্দোলনের সময় থেকেই সারজিল ঘড় ছাড়া। কয়েকটি হিন্দি ও ইংরেজি সংবাদপত্রেও তাঁকে সিএএ-এর বিরুদ্ধে লিখতে দেখা গেছে। তাঁর মা মা আফশান রহিম জানিয়েছেন, - আমার ছেলে প্রতিভাবান। সে নির্দোষ। সে কোথায় আমরা জানিনা। আফশান রহিমের দাবী, সারজিল সিএএ নিয়ে ভীষণ উদ্বিগ্ন । সে বিক্ষোভকারীদের আন্দোলন তুলে নিতে বলেছিল । সে কোন রকম প্ররোচনামূলক কথা বলেনি।
এই মামলার জেরেই এবার তাঁর বিহারের পৈতৃক বাড়িতে হানা দিল পুলিশ। বিহারের জেহনাবাদের পুলিশ সুত্রে খবর, রবিবার রাতে সারজিলের বাড়িতে যায় পুলিশ, কিন্তু সে বাড়িতে না থাকায় তাঁর পরিবারের সদস্যদের এবং গাড়ি চালককে নিয়ে আসা হয় থানায়। এবং তাঁদের জেরা করে পুলিশ।
শাহিনবাদের আন্দোলনের সময় থেকেই সারজিল ঘড় ছাড়া। কয়েকটি হিন্দি ও ইংরেজি সংবাদপত্রেও তাঁকে সিএএ-এর বিরুদ্ধে লিখতে দেখা গেছে। তাঁর মা মা আফশান রহিম জানিয়েছেন, - আমার ছেলে প্রতিভাবান। সে নির্দোষ। সে কোথায় আমরা জানিনা। আফশান রহিমের দাবী, সারজিল সিএএ নিয়ে ভীষণ উদ্বিগ্ন । সে বিক্ষোভকারীদের আন্দোলন তুলে নিতে বলেছিল । সে কোন রকম প্ররোচনামূলক কথা বলেনি।

No comments