ফের উর্ধমুখী পিঁয়াজ, নাজেহাল মধ্যবিত্ত
নজরবন্দি ব্যুরোঃ আবার পিঁয়াজের দাম আকাশ ছোঁয়ার পথে। গত এক সপ্তাহে ফের পেঁয়াজের দাম বেড়ে হয় ৭০ টাকা থেকে ৮০ টাকা কেজি। অক্টোবর মাস থেকে পেয়জের দাম সাধারনের নাগালের বাইরে ছিল। দাম বাড়তে বাড়তে ৮০ টাকা থেকে ১৬০ টকা প্রতি কিলোতে গিয়ে ঠেকে ছিল।দীর্ঘ দিন এই দাম এক জায়গায় থাকার পর সরকারের হস্তক্ষেপে দাম কমে পিঁয়াজের।
কিন্তু কিছু দিন যেতে না যেতে আবার আকাশ উর্ধমুখী পিঁয়াজের দাম। কলকাতা ও শহরতলির বাজারে পিঁয়াজ দাম কিলো প্রতি ৬০ থেকে ৮০ টাকা । রান্না ঘড়ে পিঁয়াজ থাকবে না এমন টা তো ভাবাই যায়না, তাই হঠাৎ দাম বাড়ায় চিন্তায় সাধারণ মানুষ।
এমন পরিস্থিতির কারণ বলতে গিয়ে, কোলে মার্কেট ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, সোমবার কোলে মার্কেটে পিঁয়াজের পাইকারি দাম ছিল কেজি প্রতি ৩৭ টাকা থেকে ৩৯ টাকা। কিন্তু বাইরে খুচরো বাজারে সেই দাম বেড়ে দাঁড়ায় ৬০ থেকে ৭০ টাকা। সূত্রের খবর, খাদ্যমন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিক জানান, সরকারের হস্তক্ষেপে রেশন দোকানের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করেছিলেন ব্যাবসায়ীরা, কিন্তু মাঝে দাম কমায় তা বন্ধ হয়ে যায়। সরকার চাইলে আবারো তা করা যাবে।
কিন্তু কিছু দিন যেতে না যেতে আবার আকাশ উর্ধমুখী পিঁয়াজের দাম। কলকাতা ও শহরতলির বাজারে পিঁয়াজ দাম কিলো প্রতি ৬০ থেকে ৮০ টাকা । রান্না ঘড়ে পিঁয়াজ থাকবে না এমন টা তো ভাবাই যায়না, তাই হঠাৎ দাম বাড়ায় চিন্তায় সাধারণ মানুষ।

No comments