Header Ads

৩১ তারিখ থেকে সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাচ্ছে টালা ব্রিজ।

নজরবন্দি ব্যুরোঃ এই মাসের অর্থাৎ জানুয়ারিরে ৩১ তারিখ থেকে সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাচ্ছে টালা ব্রিজ। কারন পুর সেতু ভেঙে আবার নতুন করে তৈরির কাজ শুরু হবে। আগামী ২রা ফেব্রুয়ারি থেকে সেতু ভাঙার কাজ শুরু হবে। তবে ঠিক কবে সেতুর কাজ শেষ হবে তা ঠিক করে বলতে পারেনি কর্তৃপক্ষ। এই কাজের জন্য ওই রাস্তাদিয়ে যাওয়া বিভিন্ন যানবাহনের রুট অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে।

 এই ব্যাপারে কথা বলতে গিয়ে ডিসি (ট্রাফিক) জানিয়েছেন লকগেট উড়ালপুল দিয়ে শুধু মাত্র উত্তরমুখী জানবাহন চলবে। তবে বাস ও মিনি বাসের রুট এখনো জানানো হয়নি। উল্লেখ্য পুজর আগে থেকেই টালা ব্রিজের উপর যান নিয়ন্ত্রণ কড়া হএছিল। তখন থেকে শুধু মাত্র ছোট গাড়ি বাইক এ যেতে দেওয়া হত আর এবার থেকে সবকিছু বন্ধ করে দেওয়া হল। কারন এবার সেতুটি ভাঙার কাজ শুরু হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.