ফের কাশ্মীরে সেনা ও সন্ত্রাসবাদীদের গুলির লড়াই, খতম দুই সন্ত্রাসবাদী
নজরবন্দি ব্যুরোঃ ফের নিরাপত্তা রক্ষী ও সন্ত্রাসবাদীদের গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীরের অবন্তীপোরায়। নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় দুই সন্ত্রাসবাদীর। সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হয়েছেন দুই জওয়ান। মঙ্গলবার সকাল থেকেই তীব্র গুলিবিনিময় শুরু হয়ে যায়।
সূত্রের খবর, স্থানীয় সাতপোখরান এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার খবর আসে। সেইমত সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযানে নামে আধাসেনা, রাষ্ট্রীয় রাইফেলস এবং পুলিশের যৌথ বাহিনী। এরপরই সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে সন্ত্রাসবাদীরা। পাল্টা সেনা বাহিনীও গুলি চালাতে থাকে। প্রায় কয়েক ঘণ্টা ধরেই চলতে থাকে সেনা ও সন্ত্রাসবাদীদের তীব্র গুলির লড়াই। পরে দুই জঙ্গির মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এখনও পর্যন্ত তাদের পরিচয় জানা সম্ভব হয় নি। এই ঘটনার পরই এনকাউন্টারে সন্ত্রাসবাদী মৃত্যুর খবর ট্যুইট করে প্রকাশ্যে আনে জম্মু-কাশ্মীর পুলিশ। আহত জওয়ানদের চিকিৎসার জন্য হসাপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, স্থানীয় সাতপোখরান এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার খবর আসে। সেইমত সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযানে নামে আধাসেনা, রাষ্ট্রীয় রাইফেলস এবং পুলিশের যৌথ বাহিনী। এরপরই সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে সন্ত্রাসবাদীরা। পাল্টা সেনা বাহিনীও গুলি চালাতে থাকে। প্রায় কয়েক ঘণ্টা ধরেই চলতে থাকে সেনা ও সন্ত্রাসবাদীদের তীব্র গুলির লড়াই। পরে দুই জঙ্গির মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এখনও পর্যন্ত তাদের পরিচয় জানা সম্ভব হয় নি। এই ঘটনার পরই এনকাউন্টারে সন্ত্রাসবাদী মৃত্যুর খবর ট্যুইট করে প্রকাশ্যে আনে জম্মু-কাশ্মীর পুলিশ। আহত জওয়ানদের চিকিৎসার জন্য হসাপাতালে ভর্তি করা হয়েছে।
কোন মন্তব্য নেই