Header Ads

প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারনায় অভিযুক্ত তৃণমূল নেতা!

নজরবন্দি ব্যুরোঃ চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ আনলো খোদ তৃণমূল নেতারা। অভিযোগের তীর তৃণমূলের জেলা পরিষদের পূর্তকর্মাধ্যক্ষ সোমনাথ বেরার দিকে। পূর্ব মেদিনিপুরের তমলুক, নন্দকুমার ও পাঁশকুড়ার ব্লক তৃনমূল নেতৃত্ব সহ শ্রীরামপুরের ২ নং পুরসভার প্রাক্তন উপপুর প্রধান অভিযোগ তোলেন তৃণমূলের জেলা পরিষদের পূর্তকর্মাধ্যক্ষ সোমনাথ বেরা চাকরি দেওয়ার নামে ঠকিয়েছেন তাদেরকে। লক্ষ লক্ষ টাকা নিয়েছেন তাঁরা। কিন্তু চাকরি পাননি কেউ। তমলুকে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাঁরা এই অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন। শশধর সামন্ত ( তৃনমূল নেতা ) বলেন, বার বার ফোন করার পরেও সোমনাথ বেরা কোন রকম যোগাযোগ করছেননা তাদের সাথে। সন্দীপ পোদ্দার (তৃনমূল নেতা ) বলেন, তিনি প্রাইমারী টিচারে চাকরি পাওয়ার আশায় ৪ লক্ষ টাকা দিয়েছিলেন তৃণমূলের জেলা পরিষদের পূর্তকর্মাধ্যক্ষকে, কিন্তু টাকা দেওয়ার পরেও সে চাকরি তাঁর পাওয়া হয়নি। উত্তমকুমার সামন্ত ও কমল প্রামাণিক ঠিক একই রকম অভিযোগ তুলেছেন।
অভিযুক্ত নেতা এই অভিযোগকে সম্পুর্ণ মিথ্যা বলেছেন। অভিযুক্ত নেতা সোমনাথ বেরা বক্তব্য, অভিযোগকারীরা কেউ তৃণমূলের নেতা বা কর্মী না। এই ঘটনার কোন সত্যতা নেই। এটি সত্য ঘটনা হলে তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেননি কেন? বিজেপি নেতা নবারূন নায়েক বলেন, ব্যাপারটি একটি নাটকীয় ঘটনা মাত্র। পার্টির ওপর মহলে কাট্মানি কম যাওয়ায় এই অভিযোগ উঠে এসেছে। 

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.