Header Ads

হিট ম্যানের হিটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের।

নজরবন্দি ব্যুরোঃ হ্যামিল্টনে তৃতীয় টি-টোয়েন্টি নির্ধারিত কুড়ি ওভারে টাই হল। ভারতের পাঁচ উইকেটে ১৭৯ রানের জবাবে ছয় উইকেট ১৭৯ তুলল নিউজিল্যান্ড। যার ফলে ম্যাচ গড়াল সুপার ওভারে। শেষ দুই বলে ছয় মেরে নাটকীয় ভাবে ভারতকে জেতালেন রোহিত শর্মা। একই সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ করে ফেলল ভারত। এটাই মোটামুটি সামারি। টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও লোকেশ রাহুল আক্রমণাত্মক থেকেছিলেন প্রথম ওভার থেকেই। ভারতের পঞ্চাশ এসেছিল ৩৩ বলে। পাওয়ারপ্লে-র প্রথম ছয় ওভারে উঠেছিল ৬৯ রান। হিটম্যান পঞ্চাশে পৌঁছতে নিয়েছিলেন মাত্র ২৩ বল। এর মধ্যে ষষ্ঠ ওভারে কিউয়ি পেসার হামিশ বেনেট দিয়েছিলেন ২৭ রান।

সেই ওভারে রোহিতের ব্যাট থেকেই এসেছিল ২৬ রান। ছয় মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ১০ হাজার রানও করে ফেলেছিলেন রোহিত। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে নিউজিল্যান্ডও। গাপ্তিল-মুনরোর ওপেনিং জুটি তোলে ৪৭ রান। প্রথম উইকেটের পতনে পর ইনিংসের হাল ধরেন খোদ অধিনায়ক কেন উইলিয়ামসন। উলটোদিক থেকে একের পর এক উইকেটের পতন ঘটতে থাকলেও সমানে লড়াই চালিয়ে যান কেন। নিজের দলকে একেবারে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। কেন যখন আউট হলেন ৩ বলে মাত্র ৩ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। হাতে ছিল ৬টি উইকেট। রস টেলারের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানও তা তুলতে পারলেন না।
ম্যাচ শেষ হল অমীমাংসিতভাবে। এরপরেই রূদ্ধশ্বাস সুপার ওভার। সেই ওভারে বুমরার ছয় বলে কেন উইলিয়ামসন ফের একবার দলের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন। জোড়া ছক্কা সহ একটি বাউন্ডারিতে স্কোরবোর্ডে নিউজিল্যান্ড তুলেছিল ১৮ রান। সেই রান তাড়া করতে নেমে প্রথম ৪ বলে ভারত স্কোরবোর্ডে ৮ রানের বেশি তুলতে পারেনি। তবে সাউদির শেষ দু-বলে জোড়া ছক্কা হাকিয়ে ভারতকে দুরন্ত জয় এনে দেন হিট ম্যান রোহিত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.