Header Ads

করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করল চীন! পাওয়া যাবে একমাসের মধ্যেই। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ করোনা নামক মারন ভাইরাসের প্রভাবে চীন কার্যত নাজেহাল হয়ে পড়েছে! কয়েক হাজার মানুষ সংক্রামিত এবং ১৫৩ জন মৃত এখন পর্যন্ত। বিশ্ব স্বাস্থ সংস্থা ব্যাপক চিন্তিত এই ভাইরাসের বাড়বাড়ন্তকে ঘিরে কারন গোটা বিশ্ব জুড়ে দ্রুত আধিপত্য বিস্তার করছে এই ভাইরাস। কিন্তু এবার কিছুটা আশার আলো দেখালেন চীনের বিজ্ঞানীরা। তাঁরা আবিষ্কার করে ফেললেন করোনা ভাইরাসের টিকা!
সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত এক সাক্ষাতকারে এমনটাই জানা গেছে। ওই সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাতকারে হংকং ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের গবেষক ইউয়েন কোক-ইয়াং জানিয়েছেন, "আমরা করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে ফেলেছি, তবে এখনও কোন মানুষের ওপর এই টিকা প্রয়োগ করা হয়নি। পশুদের ওপর সাফল্যের সাথে এই টিকার পরীক্ষা করা হয়েছে। মানুষের ওপরেও এই টিকা প্রয়োগ করা হয়ে কয়েকদিনের মধ্যেই।"
উল্লেখ্য তিনি আরও জানিয়েছেন, "আসলে টিকা বা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে কিছুদিন আগেই তবে নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বিষয়ে বাইরে কিছু বলতে চাননি তাঁরা। আসলে সার্স ভাইরাসের আক্রমনের পর থেকেই ভ্যাকসিন আবিস্কারের কাজে মনোনিবেশ করেছিলেন গবেষক রা।"
 ইউয়েন কোক-ইয়াং দাবি করেছেন আগামি ১ মাসের মধ্যেই বিশ্বের বাজারে পাওয়া যাবে এই মারণ ভাইরাসের প্রতিষেধক।
উল্লেখ্য গোটা বিশ্ব জুড়েই গবেষক রা এই ভাইরাসের প্রতিষেধক তৈরির কাজে নিযুক্ত রয়েছেন, আপাতত প্রথম সাফল্য পেল চীন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.