প্রশান্ত কিশোরকে বহিষ্কার করল জেডিইউ।
নজরবন্দি ব্যুরোঃ পবন বর্মার পর দলবিরোধী কাজের জন্য প্রশান্ত কিশোরকে বহিষ্কার করল জেডিইউ। মূলত সিএএ-এর বিরোধিতা করারই খেসারত দিতে হল পিকে-কে। দুদিন আগেই প্রকাশ্যেই মুখু খুলেছিলেন তিতিশ কুমার। বলেছিলেন উনি মনে করলে দল ছেড়ে যেতে পারেন। দিল্লির নির্বাচন ইস্যুতে বিজেপি-র সঙ্গে নীতীশের আপস নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখপাত্র পবন বর্মা।
সহ-সভাপতি প্রশান্ত কিশোরও টুইটারে সরব হয়েছিলেন এনসিআর-এর বিরুদ্ধে। বিজেপি-র সঙ্গে জোট রাখার দায়ে চাপেছেন নীতীশ। প্রশান্ত কিশোর ও পবন বর্মা, দু'জনেই বিজেপি-র সঙ্গে দলের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দু'জনেই এবার দলের বাইরে। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে ভাঙনের মুখে জেডি (ইউ)? সেটা সময়ই বলতে পারবে।
সহ-সভাপতি প্রশান্ত কিশোরও টুইটারে সরব হয়েছিলেন এনসিআর-এর বিরুদ্ধে। বিজেপি-র সঙ্গে জোট রাখার দায়ে চাপেছেন নীতীশ। প্রশান্ত কিশোর ও পবন বর্মা, দু'জনেই বিজেপি-র সঙ্গে দলের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দু'জনেই এবার দলের বাইরে। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে ভাঙনের মুখে জেডি (ইউ)? সেটা সময়ই বলতে পারবে।

No comments