Header Ads

নাগরিক সংশোধনী আইন নিয়ে মোদী-দিদি কে তীব্র আক্রমণ সূর্যকান্তের। বিজেপির বিরুদ্ধে ‘লাল কুর্তা বাহিনী’ তৈরির ডাক।

নজরবন্দি ব্যুরোঃ এন আর সি নিয়ে শহিদ মিনারের এক সভা থেকে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি মোদী ও মমতাকে এক সারিতে রেখে বলেন মোদী- দিদি দেখতে আলাদা কিন্তু তারা একই পাঠশালায় পড়েছেন। তাই তাদের কাজের পদ্ধতিও এক। তিনি বিজেপি কে হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলার মাটিতে কোন ডিটেনশন ক্যাম্প করতে দেব না। কেউ যদি এখানে তা তৈরি করতে আসে তাহলে যোগ্য জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন যদি মুখ্যমন্ত্রী বাংলায় এনপিআর নিয়ে কোন সিদ্ধান্ত নেন তাহলে সেটা খুব ভালো। কিন্তু তাকে বিশ্বাস নেই।
তিনি কখন কি করেন আর কি বলেন তার কোন ঠিক নেই। এই সভা থেকে সূর্য বাবু এনআর সি নিয়ে তাদের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে দেশ জুড়ে দেশপ্রেম দিবস পালন করবে সিপিআই এম। সেই কর্মসূচিতে থাকবে মানুষের কাছে গিয়ে সেই দিনটির মাহাত্ত বোঝানো। এর পর সব ওয়ার্ডে সভা হবে। প্রতিবাদ দেখানো হবে নাগরিক সংশোধনী আইনের। গোটা রাজ্যজুড়ে ৫ হাজার সভা হবে। তিনি আরও বলেন দেশের এই কঠিন সময়ে দেশ কে বাঁচাতে পারে এক এবং এক মাত্র বামপন্থীরা আর তাঁর জন্য আবার সবাইকে লাল ঝাণ্ডা তুলে নিতে হবে। দিলীপ ঘোষেদের কুকুরদের বিরুদ্ধে লাল কুর্তা বাহিনী তৈরি করতে হবে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.