এবার পন্টিংদের কোচ হচ্ছেন সচিন।
নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছু দিন হলে তিনি ক্রিকেট ছেড়েছেন। এখন তিনি ক্রিকেটের সঙ্গে অন্যভাবে যুক্ত। কখন তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর আবার কখন ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞে তিনি হলেন মাষ্টার ব্লাস্টার সাচিন তেন্ডুলকর। কিন্তু এবার তিনি কোচের ভুমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন। হা ঠিকই শুনেছেন এবার তিনি কোচ। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে ক্রিকেট অস্ট্রেলিয়া যে প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে চলেছে সেখানেই রিকি পন্টিংয়ের দলের কোচ নিযুক্ত হলেন লিটিল মাস্টার।
অপর দিকে শেন ওয়ার্নের দলকে কোচিং করাবেন কিংবদন্তি ওয়ালস। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস এ প্রসঙ্গে বলেন “সচিন ও ওয়ালসকে অস্ট্রলিয়ায় ফেরাতে পারা যেখানে ওঁরা ক্রিকেটার হিসেবে প্রভূত সাফল্য পেয়েছেন আমাদের কাছে অত্যন্ত গৌরবের বিষয়। এই মানবিক প্রচেষ্টায় দুই কিংবদন্তিকে সামিল করার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি”।
অপর দিকে শেন ওয়ার্নের দলকে কোচিং করাবেন কিংবদন্তি ওয়ালস। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস এ প্রসঙ্গে বলেন “সচিন ও ওয়ালসকে অস্ট্রলিয়ায় ফেরাতে পারা যেখানে ওঁরা ক্রিকেটার হিসেবে প্রভূত সাফল্য পেয়েছেন আমাদের কাছে অত্যন্ত গৌরবের বিষয়। এই মানবিক প্রচেষ্টায় দুই কিংবদন্তিকে সামিল করার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি”।
কোন মন্তব্য নেই