'টুকরে টুকরে গ্যাং' এর কোন অস্তিত্ব নেই, জানিয়ে দিল অমিতের স্বরাষ্ট্র মন্ত্রক।
নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন ধরে একটা কথা সোনা যাচ্ছে তা হল ‘টুকরে টুকরে গ্যাং’। কোন কোন সংবাদ মাধ্যমও এই কথাটি ব্যবহার করে থাকেন। কিন্তু এটি আরও বেশি করে সোনা যাচ্ছে জেএনইউ কাণ্ডের পর। এমন কি খোদ প্রধানমন্ত্রীর গলাতেও সোনা গিয়েছিল এই ‘টুকরে টুকরে গ্যাং’ এর কথা। কিন্তু টুকরে টুকরে গ্যাং বলতে কী? তার সদস্যই বা কারা? এই দলের উত্পত্তি কোথায় ? এই গ্যাংটিকে ইউএপিএ ধারায় নিষিদ্ধ কেন করেনি কেন্দ্র? এব্যাপারে তথ্যের অধিকার আইনের (আরটিআই) আওতায় তোলা এক প্রশ্নের উত্তরের এবার জবাব দিল অমিত শাহের অধীনে থাকা স্বরাষ্ট্র মন্ত্রক।
স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, 'টুকরে টুকরে গ্যাংয়ের আসলে কোনও অস্তিত্বই নেই ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সমতুল্য কোন সরকারি সংস্থার রিপোর্টেও এর উল্লেখ নেই । জানা গিয়েছে গোখেল নামে এক ছাত্র গত ২৬ ডিসেম্বর আরটিআই ফাইল করেছিলেন। সোমবার জবাব দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে লেখা এরকম কোনও তথয তাঁদের কাছে নেই।
কোন মন্তব্য নেই