নবম দশমের নিয়োগে গভীর চক্রান্তের অভিযোগ! ব্যাপক ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা।
নজরবন্দি ব্যুরোঃ এসএসসি-র ওয়েব সাইট থেকে আজ নবম দশমের মেরিট লিস্ট তুলে নেওয়া হয়েছে বলে খবর। নবম দশমের একাধিক চাকুরিপ্রার্থী আশঙ্কা করছেন এর পেছনে রয়েছে শিক্ষা দফতরের গভীর চক্রান্ত। চাকরি প্রার্থীদের অভিযোগ তারা কমিশনে গিয়ে জানতে পেরেছেন কিছুদিনের মধ্যেই পূর্বের প্রকাশিত প্যানেল বাতিল হতে চলেছে। আর এই প্যানেল বাতিল করে দেওয়ার প্রাথমিক সূচনা এসএসসি-র ওয়েব সাইট থেকে আজ নবম দশমের মেরিট লিস্ট তুলে নেওয়া।
চাকুরিপ্রার্থীদের অভিযোগ "কিছুদিন আগেই প্রত্যেক D.i office থেকে নন জয়েনিং শুন্যপদ চেয়ে পাঠিয়েছিল বিকাশ ভবন। যেখানে দেখাগেছে শূণ্যপদের সংখ্যা প্রায় ৩০০! প্যানেল এখনো প্রতি বিষয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ওয়েটিং হিসাবে বহু প্রার্থী রয়েছেন।তারা প্রায় প্রতিদিনই বিকাশ ভবন বা আচার্য সদনে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকছেন অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না।
কিন্তু ৭ ম কাউসিলিং ১ মাস হয়ে গেলেও ৮ ম কাউন্সিলিং করার ব্যাপারে SSC কোনো সদিচ্ছা দেখাচ্ছে না"
এই বিষয় নিয়ে শিক্ষা দফতরের সাথে যোগাযোগের চেষ্টা করা হয় নজরবন্দি-র পক্ষে কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি।
চাকুরিপ্রার্থীদের অভিযোগ "কিছুদিন আগেই প্রত্যেক D.i office থেকে নন জয়েনিং শুন্যপদ চেয়ে পাঠিয়েছিল বিকাশ ভবন। যেখানে দেখাগেছে শূণ্যপদের সংখ্যা প্রায় ৩০০! প্যানেল এখনো প্রতি বিষয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ওয়েটিং হিসাবে বহু প্রার্থী রয়েছেন।তারা প্রায় প্রতিদিনই বিকাশ ভবন বা আচার্য সদনে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকছেন অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না।
এই বিষয় নিয়ে শিক্ষা দফতরের সাথে যোগাযোগের চেষ্টা করা হয় নজরবন্দি-র পক্ষে কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি।
কোন মন্তব্য নেই