Header Ads

সৌমিত্রের জন্মদিনেই ঘোষণা হল তাঁর বায়োপিকের।পরিচালনায় পরমব্রত কিন্তু তাঁর চরিত্রে অভিনয় করবেন কে?

নজরবন্দি ব্যুরো : কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল গতকাল। গতকাল তিনি ৮৫ র গন্ডিতে পা রাখলেন। জন্মদিনের দিন সকালে মুক্তি পেল শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত ছবি বেলাশুরুর ফার্স্ট লুক। এবং বিকেলের মধ্যে আরেক চমক দিলেন অভিনেতা,প্রযোজক,পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনের বিকেলে তাঁর বায়োপিক তৈরী করার ঘোষণা করলেন পরমব্রত। এই বায়োপিকের নির্দেশনা করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। নবীন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন যীশু সেনগুপ্ত এবং প্রবীনেয় ভূমিকায় অভিনয় করবেন স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। দীর্ঘ ষাট বছরের কেরিয়ার জীবন তাঁর।ছয় দশকের বেশি অভিনয় করছেন তিনি।ব্যাক্তিগত জীবন থেকে শুরু অভিনয় জীবনের বেশ কিছু ঘটনা ধরা পড়বে এই ছবিতে।এছাড়া ধরা পড়বে ইন্ডাট্রির এমন কিছু ঘটনা যা সাধারণ মানুষের কাছে অজানা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.