Header Ads

নির্ভয়াকান্ডে দোষী পবন কুমারের আবেদন খারিজ শীর্ষ আদালতের। অন্যদের সাথে ফাঁসি হচ্ছে ১লা ফেব্রুয়ারি।

নজরবন্দি ব্যুরোঃ নির্ভয়াকাণ্ডে চার সাজাপ্রাপ্তের ফাঁসির আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।যাদের ফাঁসি হবে আগামী ১ ফেব্রুয়ারি। কিন্তু এই ৪ সাজাপ্রাপ্তদের মধ্য অন্যতম অপরাধী পবন কুমার বিশেষ আবেদন জানিয়েছিলেন, প্রথমে দিল্লি হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে পবনের আইনজীবী এ.পি সিং দাবি করেন ২০১২সালে দিল্লিতে যে মেদিক্যাল ছাত্রীকে গণ ধর্ষ্ণ করা হয় সেই সময়ে পন ছিল নাবালক। পবন কুমারের আইনজীবী দিল্লি হাইকোর্টে পবনের যে জন্মনথি জমা দেন তাতে দেখা যায়, পবনের জন্ম সাল ৮ই অক্টোবর ১৯৯৬। কিন্তু সেই নথিকে ভুয়ো বা মিথ্যে আখ্যা দেয় দিল্লি হাইকোর্ট। এর পরেই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন পবনের আইনজীবী। এবং এর সাথে আবেদন জানানো হয় পবনের ফাঁসি রোধের। কিন্তু সেখানেও বিচারপতিদের ডিভিশানবেঞ্চ দুটি আবেদন খারিজ করে দিয়েছেন। এই ডিভিশানবেঞ্চের নেতৃত্ব দিয়েছেন বিচারপতি আর ভানুমতী। এই রায়ের ফলে অন্য অপরাধীদের সাথে ১লা ফেব্রুয়ারি অন্য আর তিনজন অপরাধীর সাথেই ফাঁসি হবে অপরাধী পবন সিং এর।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.