খাবারের দামে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি; চিন্তায় ঘুম উড়েছে পাকিস্তান সরকারের।
নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানে হঠাৎ করে আটার দাম দ্বিগুন হয়ে যাওয়ায় চিন্তায় পাকিস্তানের নাগরিকরা সাথে সরকারও। দেশের প্রধান খাদ্যপন্য দাম এই পরিমান বেড়ে যাওয়ায় বেজায় চাপের মধ্যে ইমরান খানের সরকার। কোথাও ৬২ টাকা কেজি দরে আবার কোথাও ৭০ তাকা কেজিতে মিলছে আটা।
করাচি, লাহোর ও ইসলামাবাদে এক সপ্তাহের মধ্যে কেজি প্রতি ৫ টাকা বেড়েছে আটার দাম। যেখানে আগে আটা পাওয়া যেত ৪৫ টাকা কেজি, এখানে এখন পাওয়া যাচ্ছে ৭০ টাকায়। ব্যবসায়ীদের দাবি হঠাৎ বেড়ে যায় গমের দাম, ফলে আটার দামও বেড়েছে। এই দাম কবে কমবে?
তার জবাব ব্যবসায়ীরা দিতে পারেননি। ব্যবসায়ীদের এই বক্তব্য মানতে নারাজ ইমরানের সরকার। সরকার ব্যবসায়ীদের কথা কে মিথ্যা বলে জানিয়েছেন। সরকারের খাদ্য দফতর জানিয়েছে, ১ টাকাও বাড়েনি গমের দাম। সিন্ডিকেটের সাথে যুক্ত হয়ে এমন কাজ ঘটাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশ দিয়েছেন বিভিন্ন প্রাদেশিক সরকার গুলিকে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে লাগাম দেওয়া জন্য।
করাচি, লাহোর ও ইসলামাবাদে এক সপ্তাহের মধ্যে কেজি প্রতি ৫ টাকা বেড়েছে আটার দাম। যেখানে আগে আটা পাওয়া যেত ৪৫ টাকা কেজি, এখানে এখন পাওয়া যাচ্ছে ৭০ টাকায়। ব্যবসায়ীদের দাবি হঠাৎ বেড়ে যায় গমের দাম, ফলে আটার দামও বেড়েছে। এই দাম কবে কমবে?
কোন মন্তব্য নেই