Header Ads

আইসিসির র‍্যাঙ্কিং প্রথম দু’য়ে বিরাট-রোহিত, এগোলেন বুমরাও

নজরবন্দি ব্যুরোঃ সোমবার প্রকাশিত হল আইসিসির র‍্যাঙ্কিং। আর এই র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন একাধিক ভারতীয় ক্রিকেট তারকা। সম্প্রতি ব্যপক ব্যাটিংয়ের ফলে চিন্নাস্বামীতে আয়োজিত টুর্নামেন্টএ জয় হয়েছে ভারতের। আর সেই ম্যাচেই অনবদ্য ব্যাটিং করেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহালি। এই ম্যাচে তুখোড় পারফর্মেন্স দেখিয়ে দুজনেই জায়গা করেনিয়েছেন আইসিসির র‍্যাঙ্কিংয়ে।

ওয়ানডে টুর্নামেন্টের ক্ষেত্রে ৮৮৬ পয়েন্ট পেয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন বিরাট। অন্যদিকে তাঁর থেকে ১৮ কম পেয়ে রোহিত শর্মা রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর ক্ষেত্রে জমা হয়েছে ৮৬৮ পয়েন্ট। মাঝে কয়েকটিতে অবসর নেওয়ার পর কোহালি ৮৯ রান করেছিলেন। তাঁদের পরেই তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্লেয়ার। তৃতীয়স্থানে থাকা বাবর আজমের ঝুলিতে রয়েছে ৮২৯ পয়েন্ট। রয়েছেন তিন নম্বরে। অন্যদিকে ওয়ানডের ক্ষেত্রে বোলার তালিকার শীর্ষে রয়েছেন ভারতের বুমরা। তাঁর ঝুলিতে রয়েছে ৭৬৪ পয়েন্ট। তবে এবারের তালিকায় ভারতীয় তারকা ক্রিকেটাররা জায়গা করে নেওয়ায় খুশি দেশের ক্রীড়াপ্রেমীরা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.