ফেসবুক কে পেছনে রেখে এবার এগিয়ে গেল টিকটক
নজরবন্দি ব্যুরো : মানুষের নিত্য দিনের সাথে সোশ্যাল মিডিয়া ওতপ্রোত ভাবে জড়িত। হাতে ফোনটা এলেই আমরা যে অ্যাপ দেখি সেই গুলি হল হোয়াটসঅ্যাপ,ফেসবুক,ইনস্টাগ্রাম,টুইটার।কিন্তু এইবার টিকটক বেশ বড়সড় টক্কর দিতে চলেছে ফেসবুক কে।
যদি মনে করেন এই সমস্ত অ্যাপ গুলির মধ্যে ফেসবুক সব থেকে এগিয়ে তাহলে আপনি ভুল আসলে জনপ্রিয়তায় সবথেকে এগিয়ে টিকটক। টিকটক তা প্রমান করে দিয়েছে ডাউনলোডের নিরিখে। সেন্সর টাওয়ারের মতে ওয়াটসঅ্যাপ এর পর জায়গা করে নিয়েছে টিকটক। ২০১৯ সালে গোটা বিশ্ব জুড়ে গুগল প্লে,আই ফোন, আই প্যাড থেকে সবমিলিয়ে ডাউনলোডের সংখ্যা ৭৪০ টি। গতবছর টিকটক ডাউনলোডের সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ।
একটি বড় খবর হল টিকটক ব্যবহরে সবথেকে বেশি অবদান রয়েছে ভারতীয়দের। গত বছর ভারতীদের টিকটক ডাউনলোড সংখ্যা ৪৪ শতাংশ। নানা ধরনের ছোটো ছোটো গান ও অভিনয় ভিডিও করে এই অ্যাপে পোস্ট করেন। টিকটক অ্যাপে মাধ্যমে বহু মানুষ পরিচিতি লাভ করেছে।টিকিটকের এই সাফল্যের পর এখন টিকিটকের বিজ্জাপনের কথা ও ভাবা হচ্ছে।
যদি মনে করেন এই সমস্ত অ্যাপ গুলির মধ্যে ফেসবুক সব থেকে এগিয়ে তাহলে আপনি ভুল আসলে জনপ্রিয়তায় সবথেকে এগিয়ে টিকটক। টিকটক তা প্রমান করে দিয়েছে ডাউনলোডের নিরিখে। সেন্সর টাওয়ারের মতে ওয়াটসঅ্যাপ এর পর জায়গা করে নিয়েছে টিকটক। ২০১৯ সালে গোটা বিশ্ব জুড়ে গুগল প্লে,আই ফোন, আই প্যাড থেকে সবমিলিয়ে ডাউনলোডের সংখ্যা ৭৪০ টি। গতবছর টিকটক ডাউনলোডের সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ।
কোন মন্তব্য নেই