হায়দ্রাবাদের বিরুদ্ধে মনোজের ট্রিপল সেঞ্চুরি, ভারতীও দলে কি এবার জায়গা হবে? কি বললেন দেবাং?
নজরবন্দি ব্যুরোঃ ব্যাট হাতে জ্বলে উঠলেন বাংলার মনোজ। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স তাঁর। হায়দ্রাবাদের বিরুদ্ধে কল্যাণী স্টেডিয়ামে মনোজ তেওয়ারি হাকালেন ট্রিপল সেঞ্চুরি। রবিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র ২২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা দল। আর তার পরই জ্বলে উঠে বাংলার এই প্রাক্তন অধিনায়কের ব্যাট। গতকাল ১৫৬ রানে অপরাজিত থাকার পর আজ ২৯৬ বল খেলে নিজের কেরিয়ারের ষষ্ঠ দ্বিশতরানটি করে ফেলেন মনোজ। আর তার পর ৪১৪ বল খেলে মনোজ করে ফেলেন তাঁর ক্যারিয়ারে অপরাজিত ৩০৩ রান, মনোজের এই ট্রিপল সেঞ্চুরিটি সাজানো ছিল ৩০টি চার এবং ৫টি ছক্কা দিয়ে।
তাঁর এই রান হয়ত অনেক বঞ্চনা, যন্ত্রণার উত্তর। এই ইনিংস কি মনোজকে জাতীয় পর্যায়ে সুযোগের মঞ্চ এনে দেবে? কি বললেন নির্বাচক ও প্রাক্তন খেলোয়াড় দেবাং? এক প্রথম সারির গন মাধ্যমকে তিনি বলেছেন “না, জাতীয় নির্বাচক হিসেবে এই ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে পারি না। জানি, এটা নিয়ে চর্চা হবে, লেখালেখি হবে। কিন্তু, কিছুই বলা সম্ভব নয় আমার পক্ষে”।
তাঁর এই রান হয়ত অনেক বঞ্চনা, যন্ত্রণার উত্তর। এই ইনিংস কি মনোজকে জাতীয় পর্যায়ে সুযোগের মঞ্চ এনে দেবে? কি বললেন নির্বাচক ও প্রাক্তন খেলোয়াড় দেবাং? এক প্রথম সারির গন মাধ্যমকে তিনি বলেছেন “না, জাতীয় নির্বাচক হিসেবে এই ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে পারি না। জানি, এটা নিয়ে চর্চা হবে, লেখালেখি হবে। কিন্তু, কিছুই বলা সম্ভব নয় আমার পক্ষে”।
কোন মন্তব্য নেই