বাজারে প্লাস্টিকের ডিম; কমদামে ভরপুর প্রোটিনের যায়গায় বিষ খাচ্ছি আমরা!
কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ চম্পাসারী বাজারে ব্যাপক উত্তেজনা, একটি দোকানে পাওয়া গেল প্লাষ্টিকের ডিম। আজ সকালে ডিম কিনতে গিয়ে প্লাষ্টিকের ডিম কিনলেন এক ব্যক্তি,তাই নিয়ে উত্তেজনা চম্পাসারী বাজারে। আজ সকালে মনোজ সরকার নামে এক স্থানীয় বাসিন্দা চম্পাসারী বাজার থেকে এক ডজন ডিম কেনেন।
সেই ডিম বাড়ি নিয়ে যাবার পরে তার স্ত্রীর সন্দেহ হয় দুটো ডিম দেখে। অন্য ডিমগুলির সাথে তেমন তফাত না থাকলেও মনোজ বাবুর স্ত্রির অভিজ্ঞ চোখ যেন তফাত খুজে পায় অন্য ডিম গুলির সাথে ওই বিশেষ ডিম দুটির। তিনি মনোজ বাবু কে জানান ডিম দুটি দেখে মনে হচ্ছে প্লাস্টিকের! মনোজ বাবু প্রথমে বিশ্বাস করতে চান নি। পরে ওই দুটো ডিম পরিক্ষা করে দেখেন ডিম দুটি প্লাষ্টিকের।
ওই দুটো ডিম দোকানে নিয়ে গেলে দোকানদার চয়ন সরকার ডিম দুটি ফেরৎ নিতে চান নি। এই নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা এবং পরে উত্তেজনার সৃষ্টি হয় পরে অবশ্য স্থানীয় কাউন্সিলারের সহায়তায় সমস্যার সমাধান হয়।
কিন্তু এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে তাহলে কি সত্যিই ভারতের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়েছে নকল প্লাস্টিকের ডিম? সবার চোখে তো তফাত ধরা পড়েনা। কমদামে ভরপুর প্রোটিনের যায়গায় বিষ খাচ্ছি আমরা!
সেই ডিম বাড়ি নিয়ে যাবার পরে তার স্ত্রীর সন্দেহ হয় দুটো ডিম দেখে। অন্য ডিমগুলির সাথে তেমন তফাত না থাকলেও মনোজ বাবুর স্ত্রির অভিজ্ঞ চোখ যেন তফাত খুজে পায় অন্য ডিম গুলির সাথে ওই বিশেষ ডিম দুটির। তিনি মনোজ বাবু কে জানান ডিম দুটি দেখে মনে হচ্ছে প্লাস্টিকের! মনোজ বাবু প্রথমে বিশ্বাস করতে চান নি। পরে ওই দুটো ডিম পরিক্ষা করে দেখেন ডিম দুটি প্লাষ্টিকের।
কিন্তু এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে তাহলে কি সত্যিই ভারতের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়েছে নকল প্লাস্টিকের ডিম? সবার চোখে তো তফাত ধরা পড়েনা। কমদামে ভরপুর প্রোটিনের যায়গায় বিষ খাচ্ছি আমরা!
কোন মন্তব্য নেই