Header Ads

পুলিশের বিভিন্ন পদে ৩৫ হাজার নিয়োগ, কপাল খুলবে সিভিকদের?

নজরবন্দি ব্যুরোঃ গত বছরই সুপ্রিম কোর্ট রাজ্য গুলিকে নির্দেশিকা মেনে পুলিশ কর্মী নিয়োগের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে বলে। এমকি সুপ্রিম কোর্ট পুলিশ নিয়োগের সংখ্যাও নির্দিষ্ট করে দেয়। রাজ্যগুলিকে সেই সংখ্যক পুলিশ নিয়োগ করতে বলা হয়। কিন্তু এখনও পর্যন্ত প্রচুর শূন্যপদ রয়েছে রাজ্য পুলিশে। আসছে বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজ্য সরকার পুলিশের শূন্যপদ ভরাতে চাইছে বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত রাজ্য পুলিশের শূন্যপদ রয়েছে প্রায় ৩৫ হাজারের বেশি।

বিধানসভা ভোটের আগে পর্যাপ্ত পুলিশ যোগাতেই তড়িঘড়ি শূন্যপদ ভরাতে চাইছে রাজ্য। এর আগে একাধিকবার রাজ্য পুলিশে নিয়োগ হলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এখনও পুলিশ নিয়োগের টার্গেটে পৌছাতে পারেনি রাজ্য। রাজ্যের ডিএসপি পদে শূন্যস্থান রয়েছে ১২৭টি। ইন্সপেক্টর পদে খালি রয়েছে ৬৩০টি। এছাড়াও সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে ৫ হাজারেরও বেশি। এছাড়া প্রায় ৩১ হাজারের বেশি কনস্টেবেল ও বহু জুনিয়ার কন্সটেবল পদে নিয়োগ করবে রাজ্য।
 দ্রুত পুলিশের এই শূন্যপদে নিয়োগের সম্ভবনায় আশার আলো দেখছেন বাংলার তরুণ তরুণীরা। অন্যদিকে পুলিশে শূন্যপদ ভরাতে রাজ্যের লাখো সিভিক ভলেন্টিয়ারদের কি পারফর্মেন্স দেখে তাদের উচ্চ পদে উন্নীত করা হবে? তার কোন উত্তর মেলেনি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.