Header Ads

দোলের দিন বন্ধ হতে চলেছে শান্তিনিকেতনের বসন্ত উৎসব

নজরবন্দি ব্যুরোঃ এবছর আর দোলের সময় হচ্ছে না শান্তিনিকেতনের ঐতিহ্যমণ্ডিত বসন্ত উত্সজব! পাকাপাকি ভাবে এমনটাই ঘোষণা করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দোলের সময়ই শান্তিনিকেতনের বসন্ত উৎসবের টানে দুরদুরান্ত থেকে বহু পর্যটক ছুটে আসেন সংস্কৃতির টানে। দোলের দিনেই গোটা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে চলে আবির আর রঙ খেলা। আশ্রমিকদের পাশাপাশি এই অনুষ্ঠানে যোগ দিতে পারতেন আম জনতা। কিন্তু এবার উৎসবমুখর বাঙালির কাছে কিছুটা হতাশ হবার মত ঘটনা ঘটতে চলল।
তবে শুধুমাত্র পড়ুয়া, অধ্যাপক ও আশ্রমিকদের নিয়ে দোলের আগেই ঘরোয়া একটি অনুষ্ঠানের আয়োজন করবে। কিন্তু সেই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বাইরের কেউ। বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাধিকবার অনুষ্ঠান আয়োজন নিয়ে বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতী।তবে ঘরোয়া অনুষ্ঠানটি কোথায় হচ্ছে সে বিষয়ে কোন নির্দিষ্ট তথ্য নেই। সাধারণের জন্য এই দোলের বসন্ত উৎসব বন্ধের খবরে হতাশ পর্যটক থেকে স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফোনে উপাচার্যের সঙ্গে কথা বলে বসন্ত উৎসব ধরে রাখাতে সব ধরনের সাহায্য করার কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি বলেন, “এই উৎসবের সঙ্গে রাজ্যের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জড়িয়ে রয়েছে। সেই ইতিহ্য আমাদের ধরে রাখতেই হবে।’’

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.