মেয়েকে নিয়ে সামির আবেগঘন পোস্ট, তবে কি আবার একসাথে হাসিন-সামি!
নজরবন্দি ব্যুরোঃ সরস্বতী পুজোতে লাল পাড় সাদা শাড়িতে মহম্মদ সামির ছোট্ট মেয়ে। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। সরস্বতী পুজোর দিনেই বল হাতে ইউজিল্যান্ডের বিরুদ্ধে আগুন ঝড়িয়েছেন তিনি। তারপরেই মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বলেছেন " দারুণ লাগছে বেটা, ভগবান তোমার মঙ্গল করুক।
শীঘ্রই দেখা হবে। আর এই বক্তব্যের পরেই ছোট্ট মেয়েকে নিয়ে শোস্যাল মিডিয়ায় বয়ে গিয়েছে প্রসংশার বন্যা। প্রসঙ্গত গত দু বছর ধরে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে একসাথে থাকেন না সামি। স্ত্রী হাসিন সামির বিরুদ্ধে নির্যাতন, ধর্ষণ সহ একাধিক অভিযোগ এনেছিলেন। যা এখনও বিচারাধীন।
তার পর থেকে এই ভারতীয় ফাস্ট বোলার স্ত্রী হাসিন ও মেয়ের থেকে দূরে থাকেন৷ তবুও রক্তের সম্পর্ক কি ভোলা যায়! সামির এই আবেগঘন পোস্ট আবারও প্রমাণ করে বিচ্ছেদ সাময়িক। প্রেম-স্নেহ চিরন্তন।
শীঘ্রই দেখা হবে। আর এই বক্তব্যের পরেই ছোট্ট মেয়েকে নিয়ে শোস্যাল মিডিয়ায় বয়ে গিয়েছে প্রসংশার বন্যা। প্রসঙ্গত গত দু বছর ধরে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে একসাথে থাকেন না সামি। স্ত্রী হাসিন সামির বিরুদ্ধে নির্যাতন, ধর্ষণ সহ একাধিক অভিযোগ এনেছিলেন। যা এখনও বিচারাধীন।

No comments