Header Ads

সেক্স দৃশ্য নিয়ে আপত্তি করা উচিত নয়! আপত্তি করা উচিত ধর্ষণ নিয়ে: একতা কাপুর

নজরবন্দি ব্যুরোঃ টেলিভিশনের একজন বিশিষ্ট্য ব্যক্তিত্ব একতা কাপুর। তিনি একাধারে নির্দেশক ও প্রযোজক। টেলিভিশনের পাশাপাশি বড়পর্দায় তাঁর অবস্থান বর্তমান। একতা তাঁর ওয়েবের দুনিয়ায় বেশ জনপ্রিয়তা লাভ করেছেন।সম্প্রতি তাঁর ওয়েব সিরিজে 'অপহরণ' এর দুঃসাহসীকর ট্রেলার দর্শকদের মধ্যে ঝড় তুলেছে।
এই ওয়েব সিরিজটিতে যৌনতার দৃশ্যে ভরে দিয়েছেন একতা।এই ওয়েব সিরিজ নিয়ে তাঁর দেওয়া সাক্ষাৎকার রীতিমত ঝড় তুলেছে।এই ওয়েব সিরিজের প্রোমশানের ইভেন্টে মিডিয়া একতা কে প্রশ্ন করেন কয়েকজন নির্মাতা তাঁর এই যৌন হেনস্থা ও কুসংস্কার প্রচার করা কে মোটেই পছন্দ করছেন না। এই প্রশ্নের উত্তরে একটা বলেন, পর্দায় তিনি যৌনমিলন দেখিয়ে খুবই আনন্দ পান। পর্দায় আমরা সেক্স দৃশ্য দেখলেই পালিয়ে যাই এবং আপত্তি জানাই কেন।আমাদের ধর্ষণ নিয়ে আপত্তি করা উচিত ,সেক্স দৃশ্য নিয়ে নয়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.