Header Ads

মহিলাকে হুমকি-কুটুক্তি-নিগ্রহ! FIR পাটুলি থানায়; গ্রেফতার হবেন দিলীপ ঘোষ?

নজরবন্দি ব্যুরো: পাটুলীতে বিজেপির অভিনন্দন যাত্রায় CAA বিরোধী প্ল্যাকার্ড হাতে দেখা গিয়েছিল এক তরুণী কে। এরপর বিজেপি কর্মীরা ওই ছাত্রীর কে মারধর করার পাশাপাশি হেনস্থাও করে বলে অভিযোগ। বিজেপির এই অভিনন্দন যাত্রায় ঘোড়ায় টানা গাড়িতে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে ওই তরুণীর প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন ,'আরো কিছু যে করা হয়নি চোদ্দ পুরুষের ভাগ্য ভালো'!
এই আরও কিছু কি সেই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারন এই আরও কিছু নামক শব্দ দুটি যথেষ্ট অর্থপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এমন মন্তব্যের পর পাটুলী থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ছিলেন নিগৃহীতা তরুণী সুদেষ্ণা দত্ত গুপ্ত।এই ঘটনাকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার যাদবপুরের পাটুলীতে বিজেপির অভিনন্দন যাত্রায় রথে বসে নেতৃত্ব দিচ্ছিলেন দিলীপ ঘোষ আর এই যাত্রায় বিজেপির রথের সামনে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন কলকাতার সংস্কৃত কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুদেষ্ণা।
তাঁর মুখে 'নো এনআরসি,নো সিএএ' স্লোগান শুনে বিজেপি কর্মী সমর্থকরা সুদেষ্ণার উপর ঝাঁপিয়ে পরে। তাঁকে কুরুচিকর মন্তব্য করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।পরে পাটুলী থানার পুলিশ এসে প্রতিবাদী ছাত্রী সুদেষ্ণা কে উদ্ধার করে নিয়ে যায়।এদিকে প্রতিবাদী সুদেষ্ণার এফআইআরের ভিত্তিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করেছে পাটুলি থানার পুলিশ। নিগ্রহ, কুটুক্তি এবং হুমকির ভিত্তিতে দিলীপের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। প্রশ্ন উঠছে তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ কি পারবে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ কে গ্রেফতার করতে? 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.