তিন দিন টানা বন্ধ থাকছে ব্যাঙ্ক, চরম ভোগান্তির মুখে সাধারণ মানুষ।
নজরবন্দি ব্যুরোঃ শুক্র শনি ব্যাঙ্ক ধর্মঘট রবিবার ছুটি টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ। দেশবাসী বিপদে পরবে টানা তিন। টানা তিন দিন দেশবাসী ব্যাঙ্ক পরিসেবা থেকে বঞ্চিত থাকবে।ব্যাঙ্ক কর্মচারীরাই এই ধর্মঘটের ডাক দিয়েছেন। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে কর্মচারীর এই ধর্মঘটের ডাক দিয়েছেন। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস ব্যাঙ্ককর্মীদের নিয়ে নয়টি সংগঠন তৈরি করেছেন।
আর এই ধর্মঘট সেই ফোরামের উদ্যোগেই।কেন্দ্রীয় সরকার আজই আর্থিক সমীক্ষা পেশ করবে।এই ব্যাঙ্ক ধর্মঘট অর্থনীতির পক্ষে ভালো নয় তাই মনে করছেন বিভিন্ন মহল।অর্থমন্ত্রী নির্মালা সীতারামণ কাল সাধারণ বাজেট পড়বেন। শ্রম দফতর ও অর্থমন্ত্রকের তরফ থেকে ব্যাঙ্ককর্মীদের আবেদন করা হয়েছিল ধর্মঘট না করারা জন্য কিন্তু তারা এই আবেদন মানেননি।ফোরামের আবেদন বেতন ২০ শতাংশ বারাতে হবে।
কর্তৃপক্ষ সাড়ে ১২ শতাংশের বেশি বাড়াতে নারাজ। ১১ ই মার্চ আবারো ধর্মঘটের ডাক দেবেন ব্যাঙ্ককর্মীরা। তাছাড়া জানা গেছে সেই সময়ে শনি রবিবার ধরে মোট পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।এরপরে না মানলে আবারও ১ এপ্রিল ও ধর্মঘটের ডাক দেবেন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস।
আর এই ধর্মঘট সেই ফোরামের উদ্যোগেই।কেন্দ্রীয় সরকার আজই আর্থিক সমীক্ষা পেশ করবে।এই ব্যাঙ্ক ধর্মঘট অর্থনীতির পক্ষে ভালো নয় তাই মনে করছেন বিভিন্ন মহল।অর্থমন্ত্রী নির্মালা সীতারামণ কাল সাধারণ বাজেট পড়বেন। শ্রম দফতর ও অর্থমন্ত্রকের তরফ থেকে ব্যাঙ্ককর্মীদের আবেদন করা হয়েছিল ধর্মঘট না করারা জন্য কিন্তু তারা এই আবেদন মানেননি।ফোরামের আবেদন বেতন ২০ শতাংশ বারাতে হবে।

No comments