Header Ads

পেনশন গ্রাহকদের জন্য জারি হল গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি; অবশ্যই পড়ুন।

নজরবন্দি ব্যুরোঃ নতুন বিজ্ঞপ্তি জারি হল পেনশন গ্রাহকদের জন্য। পেনশন চালু রাখতে প্রতি বছর জমা দিতে হয় লাইফ সার্টিফিকেট। কিন্তু অনেকেই না সময় মতো জমা করতে পারেন না। তার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের। এই কথা মাথায় রেখেই কেন্দ্রের পেনশন বিষয়ক বিভাগের তরফে নেওয়া হয়েছে এক নতুন ব্যবস্থা।
সম্প্রতি এক নতুন বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের পেনশন বিষয়ক বিভাগ জানিয়েছেন ব্যাঙ্ক গুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের এসএমএস অথবা ই-মেলর মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করার কথা মনে করাতে হবে। ব্যাঙ্ক থেকে গ্রাহকদের কাছে প্রতি বছর ২৪ অক্টোবর ও ১, ১৫, ২৫ নভেম্বর তারিখে রিমাইন্ডার দিতে হবে। আর গ্রাহকদের ৩০ নভেম্বর এই সার্টিফিকেট ব্যাঙ্ক-এ জমা করাতে হবে। যে সমস্ত গ্রাহক তার পরেও সার্টিফিকেট জমা করতে পারবেন না তাদের কাছে ব্যাঙ্ক থেকে লোক পাঠানো হবে।
তবে ব্যাঙ্কের লোক বাড়িতে গিয়ে সার্টিফিকেট জমা করলে তার জন্য ৬০ টাকা ফি দিতে হবে গ্রাহকদের। কত জন সার্টিফিকেট জমা করেছে আর কতজন করেনি এবং তাদের মধ্যে কতজন নিজে ব্যাঙ্কে আসেন আর কত জন আসেন এই সম্পুর্ন বিষয়ের উপরে সঠিক তথ্য জমা করতে, তার সময়সীমা জানুয়ারি, ফেব্রুয়ারী, ও মার্চ এই তিন মাস।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.