Header Ads

অবশেষে দেখা মিললো কার্তিক সারার জুটির

নজরবন্দি ব্যুরো :বড়পর্দায় অবশেষে দেখা যাচ্ছে কার্তিক আর সারা কে। ইমতিয়াজ আলির লাভ আজ কালে দেখা যাবে সারা আলি খান আর কার্তিক আরিয়ানের কে। গতকাল মানে শুক্রবারে এই ছবির ট্রেলার মুক্তি পেল। ট্রেলারে দেখা গেছে প্রথম সংস্কারের লাভ আজ কালের মতই এই লাভ আজ কাল ও । দুটি কাহিনী এক সঙ্গে চলছে ছবিতে। ছবিতে ধরা পড়ছে দুটি কাল। এই দুটি কাল হল নয়ের দশক ও আজকের সময়। এই ছবির মূল কথা হল সময় পাল্টালেও ভালোবাসার বদলায় না। এই ছবিতে একটি গল্পে দেখা যাচ্ছে কার্তিক আরিয়ান আর আরুষি শর্মা কে। আর একটা গল্পে দেখা গেছে সারা আলী খান আর কার্তিক আরিয়ান কে।সারার চরিত্রের নাম জই। জই খুবই কেরিয়ার সচেতন একটি মেয়ে কেরিয়ারই তাঁর কাছে সব। কিন্তু ভালোবাসা আর কেরিয়ারের মধ্যে কোন টাকে বেছে নেবে জই। এছাড়া ট্রেলারে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে রণবীর হুডা কে । কার্তিক আর সারা রসায়ন কিন্তু বেশ ভালোই মানিয়েছে।এছাড়া ট্রেলারে ঘনিষ্ট চুম্বনের দৃশ্য ধরা পড়েছে কার্তিক আর সারা। প্রথম ছবির অহু অহু গানে নাচতে দেখা গেল সারা আর কার্তিক কে। ১৪ ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইনস ডে এর দিন মুক্তি পাচ্ছে এই ছবিটি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.