Header Ads

পড়ুয়াদের সাথে এবার থেকে বৌ বসন্ত, কানামাছি খেলবেন প্রাথমিক শিক্ষকরা; জারি নির্দেশিকা।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ব্যাপক হারে বাড়ছে প্লে স্কুল থেকে কিন্ডার গার্ডেন সহ ইংরেজি মাধ্যমের বেসরকারি স্কুল। সেই সব স্কুল গুলিতে পড়ুয়াদের ভিড় যত বাড়ছে পাল্লা দিয়ে কমছে প্রাথমিক স্কুল গুলির পড়ুয়াদের সংখ্যা। তাই এইবার পড়ুয়াদের সংখ্যা হ্রাস পাওয়া কমাতে এবং প্রাথমিক সুলে ছাত্র-ছাত্রীদের ভর্তি করানোর প্রতি বাবা মা দের আগ্রহ বাড়াতে নতুন উদ্যোগ নিল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ।

কিন্তু কিভাবে বাড়বে পড়ুয়া এবং পড়ুয়াদের অভিভাবকের আগ্রহ? প্রাথমিক শিক্ষা পর্ষদ এক নির্দেশিকায় জানিয়েছে, স্কুল গুলিকে এলাকা ভিত্তিক জনপ্রিয় খেলাধুলার আওতায় আনা হচ্ছে! যে এলাকায় স্কুল অবস্থিত সেই এলাকায় ছোট ছোট ছেলেমেয়েরা ঠিক কি ধরনের খেলা পছন্দ করে তা নিয়েও রিসার্চ করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই সেই খেলাগুলিকে স্কুলের রুটিনে লিপিবদ্ধ করা হবে এবং নিয়ম মাফিক তা পালন করা হবে। আপাতত, বৌ বসন্ত-পিটু-লাফদড়ি-লুকোচুরি-কানামাছি-রুমাল চুরি সহ বেশ কিছু খেলাকে লিপিবদ্ধ করা হয়েছে।
গতকাল এক নির্দেশিকায় প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে স্কুলে ক্লাস শুরুর আগে অথবা টিফিন টাইম অথবা স্কুল শেষ হওয়ার আগে পড়ুয়াদের খেলতে দেওয়া হবে। সেখানে বাধ্যতামূলক ভাবে উপস্থিত থাকতে হবে শিক্ষকদের। সহ শিক্ষকরা খেলায় অংশ গ্রহন করবেন এবং পড়ুয়াদের সাথে খেলার মাধ্যমে তাঁদের সুস্থ এবং সুদৃঢ় মানসিকতা গড়ে তুলবেন। পুরো বিষয়টির ওপর নজর রাখবেন সংস্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক। তার তত্ত্বাবধানেই হবে সব কিছু।
 প্রাথমিক স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর জেলা ভিত্তিক স্কুল গুলির কাছে নির্দেশিকা পৌঁছে দেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নির্দেশিকা জারি করেছে। দেখুন সেই নির্দেশিকা

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.