Header Ads

'ব্রিটিশরা যতদিন আসেনি ততদিন ভারত বলে কোনও ধারণা ছিল না' বিতর্কে ছোটে নবাব

নজরবন্দি ব্যুরো :এবার ছোটে নবাব কটাক্ষের মুখে। তাঁর নতুন ছবি তানাজি সাফল্য নিয়ে খুবই আনন্দে ছবির গোটা টিম অজয় দেবগণ, কাজল, সাইফ আলি খান থেকে শুরু করে বাকিরা। এর মধ্যেই একটি কথার জন্য সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়লেন সাইফ আলি খান।
 সম্প্রতি ছোটে নবাব একটি সাক্ষাৎকারে বলেন, ব্রিটিশরা যতদিন আসেনি ততদিন ভারত বলে কোনও ধারণা ছিল না। অন্যদিকে তাঁর অভিনীত ও ওম রাউত পরিচালিত ছবি তানাজি বক্স অফিসে ১৫০ কোটি পেরিয়ে গেছে। এখনো চলছে তানাজির মার্কেট। এরই মধ্যে সাইফের ওই সাক্ষাৎকারে উক্তিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
 সেই ভিডিও টিকে পোস্ট করেই চলেছে একের পর এক সমালোচকেরা। লেখক, পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রী তাঁর ওই উক্তির অংশটি তুলে টুইট করেন এবং সাইফের পাশাপাশি যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন সেই ফিল্ম সমালোচক অনুপমা চোপড়ার ও সমালচনা করেন। লেখক তারেখ ফতেহ সায়েফ কে কটাক্ষ করে মন্তব্য করেন উনি একজন ইতিহাসবিদ শেষবার তিনি কি তাঁর ছেলের নাম তৈমুর রাখার সময়ে ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেছিলেন। এছাড়া ও বহু মানুষ টুইটারে ছোটে নাবাব কে টুইট করে সমালচনা করেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.