অসুস্থ কবি শঙ্খ ঘোষ, ভর্তি হাসপাতালে
নজরবন্দি ব্যুরোঃ শ্বাসনালীতে সংক্রামন নিয়ে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কবি শঙ্খ ঘোষ। কয়েকদিন আগে থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন কবি। শারীরিক অসুস্থতার কারণে বাড়ির বাইরে বেরোতে পারতেন না ইদানিং। হাঁটতে চলতেও বেশ সমস্যা হত তাঁর। বাড়ির মধ্যেও চলাফেরা বন্ধ হয়ে যায়। তবে পরিবার সূত্রে খবর, এদিন কিছুটা সুস্থ থাকায় বাড়ি থেকে বাইরে বেরিয়ে ছিলেন কবি। কিন্তু কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরই দুপুর নাগাদ তাঁকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন তাঁর একাধিক মেডিক্যাল টেস্ট করতে দেওয়া হয়েছে। রিপোর্ট এখনও হাতে আসে নি। তবে কবি শঙ্খ ঘোষের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
কোন মন্তব্য নেই