Header Ads

নজরবন্দির খবরে শিলমোহর। ভারতীয় দলে ধাওয়ানের জায়গাতে পৃথ্বী শ

নজরবন্দি ব্যুরোঃ শিখর ধাওয়ানের কাঁধের চোট আর তাঁর জাইগাতে দোলে আস্তে পারেন পৃথ্বী শ সে খবর আমারই (নজরবন্দি) গত কাল বলেছিলাম। আর এবার সেই কথাতেই শিলমোহর দিলেন ভারতীও বোর্ড। কাঁধে চোটের জন্য কিউই সফরে জেতে পারলেন না ভারতের ওপেনিং ব্যাটসম্যান শিকর ধাওয়ান আর তাঁর পরিবর্তে দোলে সুযোগ পেলেন পৃথ্বী। ওয়ান ডে স্কোয়াডে দলে জায়গা পেয়েছেন পৃথ্বী শ।
নির্বাসন কাটিয়ে ফিরে আসার পর থেকে দুরন্ত ফর্মে রয়েছেন পৃথ্বী। মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে রান করেছেন। এই মুহূর্তে নিউজিল্যান্ডেই রয়েছেন পৃথ্বী। নিউজিল্যান্ড ৫টি টি-২০ ও ৩টি একদিনের ম্যাচ সিরিজ ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া।
এক নজরে একদিনের দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), পৃথ্বী শ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটকিপার), দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহল, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, সাইনি ঠাকুর, কেদার যাদব।
ভারতীয় টি-টোয়েন্টি দল বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, কে এল রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, রিষভ পন্ত, মনীশ পান্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.