Header Ads

এবার সব স্কুলে প্রার্থনার সঙ্গে সংবিধানের ভূমিকা পাঠ বাধ্যতামূলক করার নিদান।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের সব স্কুলে প্রার্থনার সঙ্গে সংবিধানের ভূমিকা পাঠ বাধ্যতা মূলক করা হয়েছে মহারাষ্ট্রে। আগামী ২৬ জানুয়ারি থেকে কার্যকর করা হচ্ছে এই নিয়ম। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় বলেন, স্কুলস্তর থেকেই যাতে ছাত্রছাত্রীদের মধ্যে সংবিধানের গুরুত্ব ও ধর্মনিরপেক্ষতার চেতনা জাগ্রত করা যায় সেজন্য সরকারের এই উদ্যোগ। রোজ একবার করে সংবিধানের প্রস্তাবনা পড়তে পড়তে ছাত্ররা সংবিধানের মর্মবস্তু ছোট থেকেই অনুধাবন করতে শিখবে।

 এই সংক্রান্ত সিদ্ধান্ত ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে নেওয়া হয়েছিল তত্কালীন কংগ্রেস-এনসিপি জোট সরকারের সময়। কিন্তু এতদিন পরে তা কার্যকর করা হল। উল্লেখ্য, নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে বুধবারই সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা। সে দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। এই আবহে স্কুলে সংবিধানের প্রস্তাবনা পাঠের সিদ্ধান্ত যথেষ্ট তাত্পর্যপূর্ণ।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.