Header Ads

যতটা ভাবা হয়েছিল ততটা কর্মসংস্থান হয়নি! স্বীকার করে নিলেন পার্থ চ্যাটার্জী।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে কর্মসংস্থানের দৈন্য দসা অব্যাহত থাকলেও মুখ্যমন্ত্রী সর্বদাই বলে এসেছেন রাজ্যে কর্মসংস্থানের জোয়ার এসেছে। অথচ প্রায়সই দেখা যায় চাকুরিপ্রার্থীদের হতাসার, বঞ্চনার একাধিক খবর সামনে আসে। রাজ্যে বেকারত্বের জ্বালায় আত্মহত্যার ঘটনা পর্যন্ত ঘটেছে, জ্বলন্ত উদাহরন অতনু মিস্ত্রি! যদিও রাজ্য ব্যাস্ত থেকেছে নিজের কর্মসংস্থানের ঢাক নিজেই পেটাতে।
অন্যদিকে চাকুরি প্রার্থীদের ক্ষোভ বেড়েছে প্রতিদিন। রাজ্যসরকার কিন্তু কোনদিনই মানেনি বরং উন্নয়ন এবং কর্মসংস্থান নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে ৯৯% কাজ হয়েই গেছে। কিন্তু আজ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে শিক্ষামন্ত্রী ঘুরপথে স্বীকার করে নিলেন রাজ্যে কর্মসংস্থান সেই অর্থে হয়নি!
এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিজেপি সরকারের কর্মসংস্থান প্রসঙ্গে বলতে গিয়ে টেনে আনেন রাজ্যের তৃণমূল সরকারের কথাও।
তিনি কেন্দ্রের সমালোচনা করতে গিয়ে বলেন "বিজেপি সরকারের আমলে সব থেকে বেশি বেড়েছে বেকারত্ব! গত ৪৫ বছরে যা হয়নি এখন তাই হচ্ছে, প্রতি মুহুর্তে হ্রাস পাচ্ছে কর্মসংস্থান! সেই বিজেপি আবার পশ্চিমবঙ্গের সমালোচনা করে!" তিনি বলেন "জাতীয় কর্মসংস্থানের গড়ের চেয়ে রাজ্যের গড় অনেক বেশি তাই বলে রাজ্যে বেকারত্ব চলে গিয়েছে এমন নয়। যতটা আশা করা হয়েছিল ততটা হয়নি। তবে ক্ষুদ্র শিল্পে বেড়েছে অনেক চাকরির সুযোগ।" পার্থ বাবু যোগ করেন মুক্ষমন্ত্রী সর্বদাই সচেষ্ট থাকেন আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করার জন্যে। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.