Header Ads

চাকরি দেওয়ার নাম করে লাখো টাকার প্রতারণা, শ্রীঘরে মনিরুলের ঘনিষ্ঠ অনুগামী ও ভাই

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক বিদ্যালয়,পঞ্চায়েত সহ একাধিক জায়গায় চাকরি দেওয়ার নাম করে এলাকার যুবক যুবতীদের লক্ষ্য লক্ষ্য টাকা নিয়ে প্রতারণার অভিযোগে উঠল বিজেপি বিধায়কের ভাই ও এক ঘনিষ্ঠের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে। ঘটনায় মূল অভিযুক্ত বিধায়ক মনিরুল ইসলামের ভাই ও তাঁর এক ঘনিষ্ঠ অনুগামীর বিরুদ্ধে। দুই অভিযুক্তকেই সোমবার রাতে গ্রেফতার করে লাভপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকরি দেওয়ার নাম করে লাভপুর এলাকার প্রচুর বেকার যুবক যুবতীদের কাছ থেকে দুই অভিযুক্তই লক্ষ লক্ষ টাকা তোলেন বলে অভিযোগ। পরে চাকরির কথা বলতে গেলে ওইসব যুবক-যুবতীদের অপমান করে তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকেন প্রতারিতরা। বিষয়টি নিয়ে লাভপুর থানায় একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে দুজনকেই গ্রেফতার করা হয়। ধৃতদেরকে মঙ্গলবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। তবে স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই দুজনকে ফাঁসানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.