Header Ads

লাল-হলুদে স্প্যানিশ যুগের অবসান। ইস্তফা দিলেন কোচ আলেজান্দ্রো

নজরবন্দি ব্যুরোঃ ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে ইস্তফা দিলেন আলেজান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়া। ক্লাবের তরফে এক ঘতনার সত্যতা স্বীকার করা হয়েছে। তিনি বাক্তিগত কারন দেখিয়ে সরে দাঁড়ালেন। নতুন হেড কোচ দায়িত্ব না-নেওয়া পর্যন্ত দলের অন্যরাই কচিং করাবেন।
 ইস্টবেঙ্গলের সিইও সুব্রত নাগ আলেজান্দ্রোর ইস্তফা প্রসঙ্গে জানান “আমরা কোচের নেতৃত্বের প্রশংসা করছি। দলকে সঠিকভাবে পরিচালনা করছিলেন। ওনার অবদানের জন্য ধন্যবাদ। তবে কোচের ইচ্ছেকে গুরুত্ব দিতে হবে। আলেজান্দ্রোর ভবিষ্যতের সাফল্য কামনা করছি”। তবে এটা যে ডার্বি হারের জের তা বলাই যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.