মহেশ ভট্টের প্রাক্তন প্রেমিকা এখন সুশান্তের বর্তমান
নজরবন্দি ব্যুরো : বলিপাড়ায় ইতিমধ্যে গুঞ্জন ছিল তাদের প্রেমের। অবশেষে স্বীকার করলেন দুজনেই। আর এই কথাটি বলার জন্য একটি বিশেষ দিনকেই বেছে নিলেন রিয়া। সুশান্তের জন্মদিনটিকেই রিয়া বেছে নিলেন তাঁর মনে কথা বলার জন্য। মঙ্গলবার মানে সুশান্তের জন্মদিনের দিন রিয়া ইনস্ট্রাগ্রামে পোস্ট করেন।
রিয়া সুশান্তের সাথে নিজের ছবি দিয়ে লেখেন, শুভ জন্মদিন সবচেয়ে সুন্দর সুপারম্যাসিভ ব্ল্যাকহোল। এই ভাবে এগিয়ে যাও। প্রেমিকার এতো সুন্দর শুভেচ্ছায় চুপ থাকতে পারেননি সুশান্ত। রিয়ার পোস্টে রিপ্লাই দিয়ে সুশান্ত লেখেন, অনেক ধন্যবাদ আমার রকস্টার। এই কথপোকথন থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে তাঁদের সম্পর্কের রসায়ন সম্পর্কে। দক্ষিণী ছবির পরিচিত মুখ রিয়া। রিয়া চক্রবর্তী বাঙালি হলেও তিনি জন্মগ্রহণ করেন কর্ণাটকে। বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেন রিয়া।
সুশান্তের আগে রিয়ার প্রেম ছিল পরিচালক প্রযোজক মহেশ ভট্টের সাথে। মহেশ ভট্টের জন্মদিনে রিয়া তাঁর ছবি পোস্ট করে লেখেন , শুভ জন্মদিন বুড়ো মহেশ স্যার। তুমি ভালোবেসে আমাকে জড়িয়ে ধরেছ ,আমাকে অনেক ভালোবাসা দিয়েছ,আমার চিরকালের মত গুটিয়ে রাখা ডানা গুলি তুমি খুলে দিয়েছ। আর কোন শব্দ নেই তোমাকে বলার মত। তোমাকে ভালোবাসি। অন্যদিকে সুশান্তের কেরিয়ার শুরু টিভি সিরিয়াল থেকে। ছয় বছর প্রেম চলে অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডওয়ালারের সাথে। পরবর্তীকালে সুশান্তের বড়ো পর্দায় পা রাখার সাথে সাথে সেই সম্পর্ক শেষ হয়। এছাড়া তাদের এক সাথে রেস্তরাঁয় ও বিদেশে ছুটি কাটাতে দেখা গেছে।
রিয়া সুশান্তের সাথে নিজের ছবি দিয়ে লেখেন, শুভ জন্মদিন সবচেয়ে সুন্দর সুপারম্যাসিভ ব্ল্যাকহোল। এই ভাবে এগিয়ে যাও। প্রেমিকার এতো সুন্দর শুভেচ্ছায় চুপ থাকতে পারেননি সুশান্ত। রিয়ার পোস্টে রিপ্লাই দিয়ে সুশান্ত লেখেন, অনেক ধন্যবাদ আমার রকস্টার। এই কথপোকথন থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে তাঁদের সম্পর্কের রসায়ন সম্পর্কে। দক্ষিণী ছবির পরিচিত মুখ রিয়া। রিয়া চক্রবর্তী বাঙালি হলেও তিনি জন্মগ্রহণ করেন কর্ণাটকে। বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেন রিয়া।
কোন মন্তব্য নেই