কবি শঙ্খ ঘোষের অবস্থা স্থিতিশীল, হাসপাতালে দেখতে গেলেন সস্ত্রীক রাজ্যপাল
নজরবন্দি ব্যুরোঃ অসুস্থ কবি শঙ্খ ঘোষকে দেখতে বুধবার সস্ত্রীক হাসপাতালে গেলেন রাজ্যপাল। বাইপাসের ধারে মুকুন্দপুরের একটি বেসকারি হাসপাতালে চিকিৎসা চলছে কবির। এদিন রাজ্যপাল হাসপাতালে এসে কবির মেয়ে ও জামাইয়ের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেন। কবির শরীরের অবস্থা নিয়ে রাজ্যপাল কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। কবির অবস্থা আপতত স্থিতিশীল, রাজ্যপালকে জানিয়ে দেন চিকিৎসকরা।
প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন শঙ্খ বাবু। সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। মূত্রথলিতেও সংক্রমণ শুরু হয়েছে।
তবে তিন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। তবেও আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন কবি। বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে তাঁকে। এদিন কবির দ্রুত আরোগ্য কামনা করেন রাজ্যপাল জগদিপ ধনকড়।
প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন শঙ্খ বাবু। সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। মূত্রথলিতেও সংক্রমণ শুরু হয়েছে।
কোন মন্তব্য নেই