Header Ads

ভারত নিয়ে মন্তব্যের জের, তৈমুরের নাম নিয়ে সইফ কে কটাক্ষ বিজেপি মুখপাত্রের।

নজরবন্দি ব্যুরোঃ তানাজির প্রমোশনে এসে ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন নায়ক সইফ আলি খান। এবার সেই মন্তব্য কে নিয়ে কটাক্ষের সুরে মন্তব্য করলেন বিজেপি র মুখপাত্র মীনাক্ষি লেখি। তিনি বলেন “তুর্কীরাও তৈমুরকে নিষ্ঠুর হিসেবে চিহ্নিত করেন। অথচ, বেশ কিছু মানুষ নিজেদের ছেলের নাম তৈমুরই রাখেন”।

 এই মন্তব্য যে ছোটে নবাব কে উদ্দেশ্য করেই তা আর বোলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য তানাজির প্রমোশানে সইফ বলেন আমি শুধু আমার চরিত্র নিয়ে উচ্ছ্বসিত ছিলাম। চরিত্রের জন্যই আমি তানাজিতে অভিনয় করি। ইতিহাস কী, তা আমি জানি। আর আমার মনে হয় না ব্রিটিশরা আসার আগে ভারতবর্ষের সেই অর্থে কোনও অস্তিত্ব ছিল বলে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.