Header Ads

গোলের খরা কাটাতে লাল-হলুদ সই করাল ক্রোমাকে

নজরবন্দি ব্যুরোঃ ডার্বি হারের পরে ইস্টবেঙ্গল তাবুতে সৃষ্টি হয় এক অসহনিয় পরিবেশ। গতকালই কোচের পদ থেকে পদত্যাগ করেছেন আলেজান্দ্র গার্সিয়া। বিদেশি সমস্যায় ভুগতে থাকা এই ক্লাবটি ভেবেও উঠতে পারছিলেন নাকাকে দলে নেওয়া হবে। এক দিকে নতুন কোচ খোজা অপরদিকে বিদেশি । আর সমস্যার দ্বিতীয় সমাধানটি করে ফেললো লাল হলুদ। আজকে লাল হলুদে সই করলেন পিয়ারলেসের ক্রোমা।
 পিয়ারলেসের আগে মোহনবাগানে খেলতেন ক্রোমা। কিছুদিন খেলেছেন লাল হলুদেও। এর প্র ময়দানের বড় ক্লাব গুলো ইয়াকে র না ডাকায়। তিনি গত মরসুমে সই করেছিলেন পিয়ারলেসে এবং প্রধানত একার প্রচেষ্টাতেই ঘড়োয়া লিগ এনে দেন তিনি। তবুও আই লিগে ভারতের কোন ক্লাব তাঁকে ডাকেনি। এবার প্রথম থেকেই গোল করার মত খেলোয়াড় ছিলনা ইষ্টবেঙ্গলে। এবার সেই গোলের খরা কাটাতেই ইষ্টবেঙ্গল সই করালো ক্রোমাকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.