Header Ads

সরকারি কর্মচারীদের অপশন ফর্ম ফিলাপের সময়সীমা বাড়াল রাজ্য

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারের কর্মচারীদের জন্য নয়া সুখবর দিল অর্থ দপ্তর। আবারও বাড়ানো হল অপশন ফর্ম ফিলাপের সময়সীমা। অনেক আগেই ডেড লাইনের ঘোষণা করে ছিল অর্থ দপ্তর। কিন্তু কিছুটা জটিলতা তৈরি হওয়ায় সময়সীমা বেশ কয়েকদিন আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। ১৫ই জানুয়ারি ছিল ফর্ম ফিলাপের ডেড লাইন। কিন্তু সময়সীমা বাড়িয়ে করা তা হয়েছে ২০ জানুয়ারি পর্যন্ত। অপশন ফর্ম ফিলাপের পাশাপাশি দপ্তরের পূর্ব ঘোষণা অনুযায়ী জানুয়ারি মাস থেকেই ষষ্ঠ বেতন কমিশনও কার্যকর হবে। মিটিয়ে দেওয়া হবে বকেয়াও।
পশ্চিমবঙ্গ সরকারের এইচআরএমএস অনলাইন পোর্টালের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি চলবে। এই পোর্টালের মাধ্যমেই সরকারি কর্মচারীদের অপশন ফর্ম দাখিল করতে হবে। যারা ২০১৬ থেকে ২০১৯ এর মধ্যে কাজে যোগ দিয়েছেন সেই সব কর্মচারীদের অপশন দাখিলের মাধ্যমে বেতন বৃদ্ধির জন্য ফর্ম ভরতে হবে।
তবে এই সময়কালের বকেয়া না দেওয়া হলেও পদোন্নতির ক্ষেত্রে উচ্চবেতন পাবেন তাঁরা, বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। যারা অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন না, তাঁরা পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন। এবছর জানুয়ারির একদম শেষে সরকারি কর্মীরা জানতে পারবেন তাঁদের বেতন বেড়ে কতটা হয়েছে। তবে ফর্ম ফিলাপের ক্ষেত্রে আর কোন জটিলতা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.