বিজেপির অভিনন্দন যাত্রায় বাধা পুলিশের, আটকে দেওয়া হয় দিলীপ ঘোষের ট্যাবলো।
নজরবন্দি ব্যুরো ঃ বিজেপির অভিনন্দন যাত্রায় বাধা রাজ্য পুলিশের। শনিবারে পূর্ব মেদিনীপুর এলাকায় বিজেপির অভিনন্দন যাত্রায় পুলিশ বাধাদেয় এই অভিযোগে যে অনুমতি নেই। পুলিশি বাধার মুখে পরে ক্ষিপ্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং দলের সমর্থকেরা। পুলিশের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরিঘাট। আটকে দেওয়া হয় দিলীপ ঘোষের ট্যাবলো। এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় নন্দীগ্রাম, রেয়াপাড়া এলাকায়। এরপরই বিজেপির কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। দিলীপ ঘোষের নেতৃত্বে আয়োজিত হয়েছিল এই অভিনন্দন যাত্রা। মিছিল হওয়ার কথা ছিল টেঙুয়া থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত এবং শেষে মিটিং। তার আগেই ভেস্তে যায় অভিনন্দন যাত্রা। মাইক পতাকা খুলে দেয় পুলিশ।
এই ঘটনাই ক্ষিপ্ত হয়ে দিলীপ ঘোষ তার ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের এক মাত্র কাজ রাজ্য সরকারের হয়ে কথা শুনে চলা আর বিজেপি কে আটকানো। প্রসঙ্গত, সংশোধনী নাগরিকত্ব বিল আইনে পরিণত হওয়ার পর থেকে গোটা দেশ জুড়ে এক সন্ত্রাসের পরিবেশ তৈরী হয়েছে। পড়ুয়া থেকে শুরু করে সকলেই এই আইনের বিরোধিতা করেছে। এক দিকে বিরোধী দল গুলি যেমন এই আইনের কুফল প্রচারে ব্যস্ত, অন্য দিকে বিজেপি জনগনের ঘড়ের দরজায় গিয়ে বোঝাচ্ছেন এই আইন কি ? নাগরিকত্ব আইন নিয়ে ইতিমধ্যে বিজেপি কে বহু প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে। শনিবারের অভিনন্দন মিছিলে বাধা পেয়ে দিলীপ ঘোষ জানান, অনুমতি চাইলেও পাওয়া যাচ্ছে না। শুরুতেই পুলিশ নিষেধাজ্ঞা জারি না করলেও পরে সভা করতে বাধা দিচ্ছেন তারা। অপর দিকে পুলিশের দাবি, বিজেপির তরফ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। বিনা অনুমতিতে বিজেপির পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়।
No comments