ওয়ানডে তে ১০০ উইকেট কুলদীপের, ভাঙলেন ওয়ার্ন ও ভাজ্জির রেকর্ড!
নজরবন্দি ব্যুরোঃ কিছু দিন দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না তিনি। কুল-চা জুটিকে মিস করছিলেন ভারতীও ক্রিকেট প্রেমীরা। আর তার জন্য এক বছর কোঠর পরিশ্রম করছিলেন কুলদীপ যাদব। আর নিজের পরিশ্রমের পুরস্কারও পেয়ে গেলেন ভারতের বাঁ'হাতি এই চায়নাম্যান বোলার । রাজকোটে ভারতীয় স্পিনারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেটের মালিক হলেন তিনি। মাত্র ৫৮টি ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছে গেলেন এই চায়নাম্যান। ভাঙেন হরভজন সিংয়ের ১৭ বছর পুরনো রেকর্ড।
২০০৩ সালে ৭৬টি ম্যাচ খেলে এই নজির গড়েছিলেন ভাজ্জি। যদিও ভারতীয় বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার নজির রয়েছে মহম্মদ শামির। তিনি ৫৬টি ম্যাচ খেলে উইকেটের সেঞ্চুরি করেন। তাঁর পরেই আছেন যশপ্রীত বুমরাহ (৫৭)। আর এবার হলেন কুলদীপ। তবে তিনি শুধু হরভজন এর রেকর্ড ভাঙলেন তা নয় তিনি স্পিনারদের মধ্যে ওডিআইয়ে দ্রুততম উইকেট শিকারদের ক্ষেত্রে কিংবদন্তি শেন ওয়ার্নকে পিছনে ফেলে দিলেন। অস্ট্রেলিয়ার হয়ে শেন ওয়ার্ন ৫৯ ইনিংসে ১০০ উইকেট নিয়েছিলেন। আর কুলদীপ যাদব নিলেন ৫৬ ম্যাচে।
২০০৩ সালে ৭৬টি ম্যাচ খেলে এই নজির গড়েছিলেন ভাজ্জি। যদিও ভারতীয় বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার নজির রয়েছে মহম্মদ শামির। তিনি ৫৬টি ম্যাচ খেলে উইকেটের সেঞ্চুরি করেন। তাঁর পরেই আছেন যশপ্রীত বুমরাহ (৫৭)। আর এবার হলেন কুলদীপ। তবে তিনি শুধু হরভজন এর রেকর্ড ভাঙলেন তা নয় তিনি স্পিনারদের মধ্যে ওডিআইয়ে দ্রুততম উইকেট শিকারদের ক্ষেত্রে কিংবদন্তি শেন ওয়ার্নকে পিছনে ফেলে দিলেন। অস্ট্রেলিয়ার হয়ে শেন ওয়ার্ন ৫৯ ইনিংসে ১০০ উইকেট নিয়েছিলেন। আর কুলদীপ যাদব নিলেন ৫৬ ম্যাচে।
No comments